বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
আজ বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের জৈব প্রযুক্তি দপ্তরের যক্ষা দূরিকরণে তথ্য নির্ভর গবেষণামূলক "ডেয়ার২ইরাড টিবি" কর্মসূচির সূচনা করেছেন ডাঃ জিতেন্দ্র সিং
Posted On:
24 MAR 2022 3:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২২
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং আজ বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন জৈব প্রযুক্তি দপ্তরের যক্ষা দূরিকরণে তথ্য নির্ভর গবেষণামূলক "ডেয়ার২ইরাড টিবি" কর্মসূচির সূচনা করেছেন। এই উপলক্ষে ডাঃ সিং বলেন, ২০২৫-এর মধ্যে টিবি মুক্ত ভারত গড়ে তুলতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বাস্তবায়নে জনআন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তিনি জানান, দেশে এখনও প্রতি বছর ২০ থেকে ৩০ লক্ষ যক্ষায় আক্রান্তের ঘটনা ঘটছে, যা উদ্বেগের কারণ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে জৈব প্রযুক্তি দপ্তর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে যক্ষা রোগের চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জৈব প্রযুক্তি দপ্তর বিগত তিন দশক ধরে যক্ষা রোগের মৌলিক ও ফলিত গবেষণায় সাহায্য করে আসছে। তিনি আরও বলেন, ভারতীয় সার্স-কভ-২ জেনোমিক কনসোটিয়া বা ইনসাকগের অনুরূপ ভারতীয় টিউবারকুলেসিস জেনোমিক সার্ভেইল্যান্স কনসোর্টিয়াম গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকুলেসিসের জৈবিক গঠন সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা গড়ে তুলতে এবং সংক্রমণ সম্পর্কিত পরিবর্তনের প্রভাব, চিকিৎসা এবং রোগের তীব্রতা জানার জন্য জেনোমিক ডেটা বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যক্ষা সম্পর্কে গবেষণার জন্য জৈব প্রযুক্তি দপ্তর আন্তর্জাতিক পর্যায়ে অংশীদারিত্ব গড়ে তুলেছে। ভারত - মার্কিন ভ্যাকসিন অ্যাকশন কর্মসূচির অঙ্গ হিসেবে দ্বিপাক্ষিক পর্যায়ে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই উদ্যোগের আওতায় আঞ্চলিক পর্যায়ে অবজার্ভেশনাল রিসার্চ ইন টিউবারকুলোসিস কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের ২২টি প্রতিষ্ঠানকে সামিল করে এই অঞ্চলে জৈব প্রযুক্তি দপ্তর একটি নেটওয়ার্ক কর্মসূচি গ্রহণ করেছে।
আজকের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব শ্রী রাজেশ ভূষণ, জৈব প্রযুক্তি দপ্তরের সচিব শ্রী রাজেশ এস গোখলে, নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পল, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের মহানির্দেশক অধ্যাপক বলরাম ভার্গব প্রমুখ উপস্থিত ছিলেন।
CG/BD/AS/
(Release ID: 1809414)
Visitor Counter : 284