সংস্কৃতিমন্ত্রক

ভারতের জাতীয় বর্ষপঞ্জী গ্রহণের ৬৫তম বার্ষিকীতে নতুন দিল্লিতে আয়োজিত দু’দিনের জাতীয় সম্মেলনে প্রাথমিক পর্ব ও ওয়েবসাইটের সূচনা

Posted On: 22 MAR 2022 7:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২২

 

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আজ নতুন দিল্লিতে ভারতের জাতীয় বর্ষপঞ্জী গ্রহণের ৬৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত দু’দিনের জাতীয় সম্মেলনে কার্টেন রাইজার অনুষ্ঠান ও ওয়েবসাইটের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ শ্রীভরি চন্দ্রশেখর, ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব ডঃ আর রবিচন্দ্রণ, সিএসআইআর – এর মহানির্দেশক ডঃ শেখর সি মান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতের জাতীয় বর্ষপঞ্জী ভারতের বিজ্ঞানমূলক মানসিকতার পরিচয় বহন করে। ১৯৫৭ সাল থেকে সংসদে এই জাতীয় বর্ষপঞ্জী গ্রহণ করা হয়ে আসছে। 

সংস্কৃতি মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ভূ-বিজ্ঞান মন্ত্রক ও অন্যান্য কয়েকটি বিজ্ঞানধর্মী সংগঠনের সঙ্গে সহযোগিতায় বিজ্ঞান ভারতী জাতীয় স্তরে এই সম্মেলনের আয়োজন করেছে। 

এই উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ শ্রীভরি চন্দ্রশেখর বলেছেন, অতীতে হারিয়ে যাওয়া বিষয়গুলির সঙ্গে নিজেদের যোগসূত্র স্থাপনে যেভাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রক ও অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠান পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছে, তাতে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের এই প্রয়াস নতুন যাত্রাপথের সূচনা করবে বলেই আমার বিশ্বাস। বিজ্ঞান ও শিল্প গবেষণা পর্ষদের প্রতিষ্ঠান এনপিএলএ – এর অধিকর্তা অধ্যাপক বেণুগোপাল আচন্ত বলেছেন, এই বর্ষপঞ্জী বৈজ্ঞানিকভাবে স্বীকৃতি পেয়েছে। এমনকি, এই বর্ষপঞ্জীর অস্তিত্ব থাকলেও তা জনসমক্ষে ব্যাপকভাবে প্রচার করা হয়নি। 

জাতীয় স্তরের এই সম্মেলন জনসমক্ষে আরও বেশি করে তুলে ধরতে ৬টি প্রাথমিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসাবে আগামী ৫ই এপ্রিল কলকাতায় সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস প্রতিষ্ঠানে একটি কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ ধরনের কর্মসূচি ভারতের জাতীয় বর্ষপঞ্জী সম্পর্কে যুবসম্প্রদায়কে আরও সচেতন করে তুলতে সাহায্য করবে। 

 

CG/BD/SB



(Release ID: 1808640) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Hindi