ভারী শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

ফেম (ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল) ইন্ডিয়া প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ১৬টি জাতীয় মহাসড়ক এবং ৯টি এক্সপ্রেসওয়েতে ১ হাজার ৫৭৬টি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদন দিল ভারী শিল্প মন্ত্রক


জাতীয় মহাসড়কের দুই দিকে ছোট ইলেকট্রিক যানবাহনের জন্য প্রতি ২৫ কিলোমিটার অন্তর এবং বড় যানবাহনের জন্য প্রতি ১০০ কিলোমিটার অন্তর অন্তত একটি করে চার্জিং স্টেশন থাকবে

Posted On: 22 MAR 2022 2:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ মার্চ, ২০২২

 

কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক ফেম ইন্ডিয়া প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২৫টি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের ৬৮টি শহরে ২ হাজার ৮৭৭টি চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদন দিয়েছে। এছাড়া ১৬টি জাতীয় মহাসড়ক এবং ৯টি এক্সপ্রেসওয়েতে ১ হাজার ৫৭৬টি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনেরও অনুমোদন দিয়েছে মন্ত্রক। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের নির্দেশিকা অনুসারে মহাসড়কের দুদিকে ছোট গাড়ির জন্য প্রতি ২৫ কিলোমিটার অন্তর এবং বড় গাড়ির জন্য প্রতি ১০০ কিলোমিটার অন্তর অন্তত একটি করে চার্জিং স্টেশন থাকবে। শহরে প্রতি ৩ কিলোমিটার x ৩ কিলোমিটার গ্রিডে থাকবে অন্তত একটি চার্জিং স্টেশন। পশ্চিমবঙ্গের কলকাতায় ফেম ইন্ডিয়া প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ১৪১টি চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। দিল্লি-কলকাতা মহাসড়কে ১৬০টি, কলকাতা-ভূবনেশ্বর মহাসড়কে ৪৪টি, কলকাতা-নাগপুর মহাসড়কে ১২০টি, কলকাতা-গ্যাংটক মহাসড়কে ৭৬টি চার্জিং স্টেশন স্থাপন করা হবে। 

এই প্রকল্পের প্রথম পর্যায়ে ৫২০টি চার্জিং স্টেশন স্থাপনের জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই খাতে ৫ বছরের জন্য (২০১৯-২০ থেকে ২০২৩-২৪) মোট ১ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল গুর্জর এই তথ্য জানিয়েছেন। 

 

CG/SD/SKD/


(Release ID: 1808566) Visitor Counter : 163