সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় মেধাবৃত্তি প্রকল্প

Posted On: 22 MAR 2022 4:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ মার্চ, ২০২২
 
মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন রাজ্যে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের জন্য দুটি কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুযোগ দিয়ে থাকে :
 
১) দশম শ্রেণী - পরবর্তী স্তরে (ম্যাট্রিক পরবর্তী) ভারতে পড়াশোনার জন্য বৃত্তি (পিএমএস-এসসি);
২) প্রাক দশম শ্রেণী স্তরের জন্য বৃত্তি;
 
দুটি প্রকল্পেই তপশিলি জাতিভুক্ত যেসব পড়ুয়ার অভিভাবকদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নীচে, তাদের পড়াশোনার জন্য অর্থ সাহয্য করা হয়। প্রথম প্রকল্পে পড়ুয়াদের একাদশ ও উচ্চতর শ্রেণীতে পড়াশোনার জন্য টিউশন ফি সহ একটি মেধা বৃত্তি দেওয়া হয়। দ্বিতীয় প্রকল্পে মেধা বৃদ্ধি দেওয়া হয় নবম ও দশম শ্রেণীতে পাঠরত এসসি ও অন্য যোগ্য পড়ুয়াদের। 
 
পিএমএস-এসসি প্রকল্পে অর্থের চাহিদা রাজ্যগুলির নির্ধারিত সীমার মধ্যে থাকায় ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থ বছরে কেন্দ্র থেকে কোনো অর্থ পাঠানো হয়নি। ২০২০-২১ সালে এই প্রকল্পের অর্থ বরাদ্দের নীতি বদলানো হয়। রাজ্যগুলির জন্য নির্ধারিত সীমার পরিবর্তে, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে মোট অর্থ সাহায্যের পরিমাণ ৬০:৪০ অনুপাতে ভাগ করে দেওয়া হয়। এই বছরে কেন্দ্রীয় সাহায্য বাবদ রাজ্যগুলিকে ৫৫৮ কোটি টাকা দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকারের দেওয়া হিসেব অনুযায়ী ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরে এই খাতে রাজ্যের খরচের পরিমাণ যথাক্রমে ১৩৩২.৬২ কোটি, ১০৫৩.৩৭ কোটি এবং ৩৭২.০৮ কোটি (এর মধ্যে পূর্ববর্তী বছরের বকেয়াও রয়েছে)। বৃত্তি প্রাপকের সংখ্যা যথাক্রমে ৫ লক্ষ ৪২ হাজার ৬৪৬, ৩ লক্ষ ৭৮ হাজার ৪২৬ এবং ১ লক্ষ ৫৬ লক্ষ ৪৫৩।
 
প্রাক দশম শ্রেণী মেধা বৃত্তি প্রকল্পে মহারাষ্ট্রকে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ সালে মোট ১৭৯.৩২ কোটি টাকা দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত বৃত্তি দিতে খরচ হয়েছে ৯৮.৫৯ কোটি টাকা। ২০১৯-২০ সালে এই খরচের পরিমাণ ২৩.৩২ কোটি টাকা। বৃত্তি প্রাপকের সংখ্যা ৯৯ হাজার ২০০। ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ সালে এই খাতে রাজ্য সরকার কোনো খরচ করেনি। কেন্দ্রের দেওয়া অর্থের মধ্যে এখনও ৫৭.৪০ কোটি টাকা মহারাষ্ট্র সরকারের কাছে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। 
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার এই তথ্য জানিয়েছেন।
 
CG/SD/SKD/


(Release ID: 1808394) Visitor Counter : 136


Read this release in: English , Urdu , Tamil