প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মহিলা প্রার্থীদের নিয়োগ

Posted On: 21 MAR 2022 2:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মার্চ, ২০২২
 
নিয়োগ হওয়া মহিলা প্রার্থীদের বিস্তারিত বিবরণ-
 
ভারতীয় সেনাবাহিনী-
 
১) আধিকারিক- ২০২১ সালে মহিলা আধিকারিক নিয়োগের জন্য কোনরকম শিবির বা রেলি হয়নি। ভারতীয় সেনাবাহিনীতে মোট ৬০ জন মহিলা কর্মরত রয়েছেন।
২) জুনিয়র কমিশন্ড আধিকারিক।
এ পর্যন্ত মহিলা মিলিটারি পুলিশের ৩০০ টি পদে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে।
যেভাবে নিয়োগ করা হয়েছে-
২০১৯-২০- ১০১ টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ।
২০২০-২১- ৯৯ টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ।
২০২১-২২- ১০০টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ।
 
ভারতীয় নৌবাহিনী-
 
ভারতীয় নৌ-বাহিনী ২০১৮ সাল থেকে কোনরকম শিবির বা রেলির মাধ্যমে নিয়োগ করেনি। অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়োগ করা হয়েছে।
 
নিয়োগ করা হয়েছে-
 
২০১৮ সালে- ২৯ জন।
২০১৯ সালে- ৫১ জন।
২০২০ সালে- ৩২ জন।
২০২১ সালে- ৫৮ জন।
 
ভারতীয় বিমানবাহিনী-
 
আধিকারিক পদে মহিলা এবং পুরুষ নিয়োগের জন্য কোনরকম শিবির বা রেলি করা হয়নি। এন্ট্রান্স পরীক্ষা এবং সিলেকশন বোর্ডের মাধ্যমে ২০২১ সালে নিয়োগ করা হয়েছে। যার সংখ্যা ১১৫।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট এই তথ্য জানিয়েছেন।
 
CG/ SB

(Release ID: 1808065)
Read this release in: English , Urdu , Tamil