আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাস্তার হকারদের ব্যবসা পুনরায় শুরু করতে সাহায্যের জন্য পিএম স্বনিধি কর্মসূচিতে বন্ধকীমুক্ত কার্যকরী মূলধন ঋণ সহায়তা


২০২২-এর ১৫ই মার্চ পর্যন্ত ঋণদাতা প্রতিষ্ঠানগুলি সুফলভোগীদের ৩,১১৯ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে

Posted On: 21 MAR 2022 1:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রক ‘প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি’ বা পিএম স্বনিধি কর্মসূচি ২০২০-র পয়লা জুন থেকে রূপায়ণ করছে। এই কর্মসূচির উদ্দেশ্যই হল, কোভিড-১৯ মহামারীর সময় ব্যবসায়িক ক্ষেত্রে যে বিরূপ প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠে পুনরায় ব্যবসা শুরু করতে রাস্তার হকারদের বন্ধকীমুক্ত কার্যকর মূলধন ঋণ সহায়তা দেওয়া। এই কর্মসূচিতে এক বছর মেয়াদে ১০ হাজার টাকা পর্যন্ত বন্ধকীমুক্ত কার্যকর মূলধন ঋণ সহায়তা দেওয়া হয়। অবশ্য, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে যথাক্রমে ২০ হাজার ও ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সহায়তার সংস্থান রয়েছে। তবে, বিগত মেয়াদের ঋণগুলি পরিশোধের ক্ষেত্রেই বর্ধিত ঋণ সুবিধা মেলে। এই কর্মসূচিতে নিয়মিত ঋণ পরিশোধে উৎসাহিত করার জন্য বার্ষিক ৭ শতাংশ সুদ ছাড়ের সুবিধা রয়েছে। এমনকি, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বার্ষিক ১ হাজার ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যায়। 
 
ঋণদাতা প্রতিষ্ঠানগুলি ২০২২-এর ১৫ই মার্চ পর্যন্ত সুফলভোগীদের ৩ হাজার ১১৯ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। আলোচ্য তারিখ পর্যন্ত কর্মসূচির আওতায় ৪৪ লক্ষ ৮০ হাজার বৈধ ঋণ আবেদনপত্র পাওয়া গেছে। এর মধ্যে ৩৩ লক্ষ ৪০ হাজার ঋণ আবেদন মঞ্জুর হয়েছে এবং ৩০ লক্ষ ১০ হাজার ক্ষেত্রে ঋণ সহায়তা দেওয়া হয়েছে। কর্মসূচিতে প্রথম ও দ্বিতীয় পর্বের ঋণ সহায়তাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ই মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে কর্মসূচির প্রথম দুটি পর্বে ভারতীয় স্টেট ব্যাঙ্ক – ৫০৬.২৪ লক্ষ টাকা; পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক – ২২৬.২৬ লক্ষ টাকা; ইন্ডিয়ান ব্যাঙ্ক ১৪৪.২৩ লক্ষ টাকা; ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ১০২.৭৮ লক্ষ টাকা; কানাড়া ব্যাঙ্ক – ৮০.৮৯ লক্ষ টাকা; ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৭১.৯০ লক্ষ টাকা; সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৩৬.৮০ লক্ষ টাকা; ইউকো ব্যাঙ্ক – ৩৩.৫০ লক্ষ টাকা; ব্যাঙ্ক অফ বরোদা – ৩০.৮০ লক্ষ টাকা; ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক – ১৯.৩০ লক্ষ টাকা এবং অন্যান্য ব্যাঙ্কের পক্ষ থেকে ৩৯.১৫ লক্ষ টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ থেকে মোট ঋণ সহায়তার পরিমাণ ১,২৯১.৮৫ লক্ষ টাকা।
 
পরিসংখ্যান অনুযায়ী, পিএম স্বনিধি কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গ থেকে ২০২২-এর ১৫ই মার্চ পর্যন্ত প্রথম পর্বে প্রাপ্ত বৈধ আবদনপত্রের সংখ্যা ৩০ হাজার ২৯৩ এবং দ্বিতীয় পর্বে প্রাপ্ত আবেদনপত্রের সংখ্যা ছিল ১৫। প্রাপ্ত আবেদনপত্রগুলির মধ্যে প্রথম পর্বে মঞ্জুর হওয়া আবেদনপত্রের সংখ্যা ১৭ হাজার ১৯ এবং দ্বিতীয় পর্বে মঞ্জুর হওয়া আবেদনপত্রের সংখ্যা দাঁড়ায় ৫। এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ থেকে প্রথম পর্বে ঋণ সহায়তা দেওয়া হয়েছে ১৩ হাজার ৯২টি ক্ষেত্রে এবং দ্বিতীয় পর্বে ঋণ সহায়তা দেওয়া হয়েছে ৪টি ক্ষেত্রে। একইভাবে, কর্মসূচির আওতায় গত ১৫ই মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে সুফলভোগীর সংখ্যা ১৩ হাজার ৯২। 
 
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন আবাসন ও শহরাঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর।
 
CG/BD/DM/

(Release ID: 1807695) Visitor Counter : 171