প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা সচিব গোয়ায় অফশোর পেট্রোল ভেসেল সক্ষম'কে জলে ভাসিয়েছেন

Posted On: 17 MAR 2022 3:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ মার্চ, ২০২২
 
প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সক্ষম'কে গত ১৬ মার্চ, ২০২২ গোয়ায় জলে ভাসিয়েছেন। ১০৫ মিটার অফশোর পেট্রোল ভেসেলসের এটি পঞ্চম জাহাজ। ওইদিন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর মহা নির্দেশক শ্রী ভি এস পাঠানিয়া সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ' সক্ষম' শব্দটির অর্থ ক্যাপাবল বা দক্ষ।
 
এই জাহাজটি গোয়া শিপইয়ার্ড লিমিটেডের মাধ্যমে দেশীয়ভাবে নকশা করা হয়েছে। এতে উন্নত প্রযুক্তি, নেভিগেশন, যোগাযোগ সরঞ্জাম, সেন্সর এবং অন্যান্য যন্ত্রপাতি লাগানো রয়েছে। জাহাজটিতে একটি ৩০ মিলিমিটার ২-এ ৪২ মেডাক বন্দুক এবং দুটি ১২.৭ মিলিমিটার স্টাবিলাইজড রিমোট কন্ট্রোল গান এফসিএস সহ লাগানো হবে। এছাড়াও রয়েছে ইন্টিগ্রেটেড ব্রিজ সিস্টেম, ইন্ট্রিগেটেড প্লাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম, পাওয়ার মানেজমেন্ট সিস্টেম এবং হাই পাওয়ার এক্সটার্নাল ফায়ার ফাইটিং সিস্টেম। জাহাজটিতে একটি টুইন ইঞ্জিন হেলিকপ্টার এবং বোর্ডিং অপারেশন সহ উচ্চগতির নৌকা বহন করার জন্য নকশা তৈরি করা হয়েছে। এই জাহাজটি সমুদ্রের তেল ছড়িয়ে পড়া রোধে সীমিত দূষণ প্রতিক্রিয়া সরঞ্জাম বহন করতে সক্ষম।
 
জাহাজটি প্রায় ২,৩৫০ টন ওজনের। সর্বোচ্চ গতি ২৬ নটিক্যাল মাইল। জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক সাজ সরঞ্জাম।
 
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কাছে আসার পরেই জাহাজটি কচিতে থাকবে। উপকূলবর্তী অঞ্চলের নজরদারির কাজে এটিকে ব্যবহার করা হবে। জাহাজটিতে দশজন আধিকারিক এবং ৯৫ জন নাবিক থাকতে পারবেন। 'সক্ষম' জাহাজটির নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পি রাজেশ।
 
 
CG/ SB


(Release ID: 1807177) Visitor Counter : 153