নারীওশিশুবিকাশমন্ত্রক

“শিশুদের মধ্যে অপুষ্টি”

Posted On: 16 MAR 2022 4:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ মার্চ, ২০২২

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের করা জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় (ন্যাশমাল ফ্যামিলি হেল্থ সার্ভে – এনএফএইচএস) অপুষ্টিতে ভোগা ৫ বয়সী কম বয়সী শিশুদের সংখ্যার একটা আনুমানিক হিসেবে পাওয়া গেছে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম সংস্করণটি করা হয় ২০১৯-২১ সালে। ২০১৫-১৬ সালে করা চতুর্থ সমীক্ষার তুলনায় এক্ষেত্রে ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টির মাপকাঠিতে উন্নতি লক্ষ্য করা গেছে। শিশুদের মধ্যে বয়সের তুলনায় বিকাশ না হওয়ার হার ৩৮.৪ শতাংশ থেকে কমে ৩৫.৫ শতাংশ হয়েছে। উচ্চতার সাপেক্ষে কম ওজনের হার ২১ শতাংশ থেকে কমে হয়েছে ১৯.৩ শতাংশ এবং বয়সের তুলনায় কম ওজনের হার ৩৫.৮ শতাংশ থেকে কমে ৩২.১ শতাংশ হয়েছে।

অপুষ্টি দূর করার কাজকে অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। অঙ্গনওয়াড়ি পরিষেবা, বয়সন্ধিতে পৌঁছনো মেয়েদের জন্য বিশেষ প্রকল্প এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, সংযুক্ত শিশু উন্নয়ন পরিষেবা (আইসিডিএস) প্রকল্পের আওতায় চালানো হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিষ্ঠিত পুষ্টি পুনর্বাসন কেন্দ্রগুলিতে গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা করা হয়।

দেশে অপুষ্টির মোকাবিলায় সুসমন্বিত এবং ফলাফলমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে পোষণ অভিযানের সূচনা হয়েছে ২০১৮ সালের ৮ই মার্চ।

২০২১-২২ সালের বাজেটে মিশন পোষণ ২.০ –র আওতায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সংযুক্ত পুষ্টি সহায়তা কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এতে পুষ্টির উপাদান, তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রভৃতির উপর জোর দেওয়া হয়েছে। পুষ্টিগত গুণমান বৃদ্ধি, অনুমোদিত ল্যাবে পরীক্ষা, পরিষেবা প্রদান ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রযুক্তির সহায়তা নিয়ে পোষণ ট্র্যাকার চালু করা প্রভৃতি পদক্ষেপ নেওয়া হয়েছে। অপুষ্টি ও এসংক্রান্ত বিভিন্ন রোগের মোকাবিলায় আয়ুষ ব্যবস্থাকে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। পরিপূরক পুষ্টি সরবরাহের ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়বদ্ধতা সুনিশ্চিত করতে ১৩.০১.২০২১ তারিখে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

শিশুদের বিকাশ ব্যাহত হওয়ার ক্ষেত্রে দেশের প্রথম ১০টি ও শেষ ১০টি জেলা

রাজ্য

জেলা

৫ বছরের কম বয়সী শিশুর বিকাশ ব্যাহত হওয়ার হার (%)

প্রথম ১০টি জেলা

ওড়িশা

জগৎসিংহপুর

১৩.

ওড়িশা

পুরী

১৩.

অরুণাচল প্রদেশ

নিম্ন দিবাং উপত্যকা

১৪.

পাঞ্জাব

রূপনগর

১৫.

কেরল

কোল্লাম

১৫.

মণিপুর

বিষ্ণুপুর

১৫.

হরিয়ানা

ঝজ্জর

১৫.

কর্ণাটক

রামনগর

১৫.

মণিপুর

ইম্ফল পশ্চিম

১৫.

অরুণাচল প্রদেশ

লংডিং

১৫.

শেষ ১০টি জেলা

ঝাড়খণ্ড

পশ্চিম সিংভূম

৬০.

মেঘালয়

পশ্চিম খাসি পাহাড়

৫৯

কর্ণাটক

ইয়াদগির

৫৭.

গুজরাট

দাহোদ

৫৫.

বিহার

সীতামারি

৫৪.

ছত্তিশগড়

বিজাপুর

৫৩.

বিহার

শেখপুরা

৫৩.

উত্তর প্রদেশ

বাহরাইচ

৫২.

উত্তর প্রদেশ

বদাউন

৫১.

উত্তর প্রদেশ

সম্ভল

৫১.

 

উচ্চতার সাপেক্ষে কম ওজনের শিশু – প্রথম ও শেষ ১০টি জেলা

রাজ্য

জেলা

৫ বছরের কম বয়সী শিশুর উচ্চতার নিরিখে কম ওজনের হার (%)

প্রথম ১০টি জেলা

সিকিম

উত্তর জেলা

.

পাঞ্জাব

লুধিয়ানা

.

হরিয়ানা

ভিওয়ানি

দিল্লি

নতুন দিল্লি

.

তামিলনাড়ু

কোয়েম্বাটোর

পাঞ্জাব

ফতেগড় সাহিব

.

অরুণাচল প্রদেশ

তাওয়াং

.

মিজোরাম

আইজল

.

পুদুজেরি

মাহে

.

মিজোরাম

মামিত

.

শেষ ১০টি জেলা

অসম

কোরিমগঞ্জ

৪৮

গুজরাট

দাঙ্গস

৪০.

মহারাষ্ট্র

ধুলে

৩৮.

মহারাষ্ট্র

চন্দ্রপুর

৩৮.

বিহার

আরওয়াল

৩৬.

বিহার

জেহানাবাদ

৩৬.

গুজরাট

তাপি

৩৬.

তেলেঙ্গানা

কোমারামভিম আসিফাবাদ

৩৫.

গুজরাট

পঞ্চমহল

৩৫.

বিহার

শেওহার

৩৫.

 

বয়সের তুলনায় কম ওজনের নিরিখে দেশের প্রথম ও শেষ ১০টি জেলা

রাজ্য

জেলা

৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বয়সের তুলনায় কম ওজনের হার (%)

প্রথম ১০টি জেলা

সিকিম

দক্ষিণ সিকিম

.

অরুণাচল প্রদেশ

নিম্ন সুবানসিরি

.

অরুণাচল প্রদেশ

সিয়াং

.

অরুণাচল প্রদেশ

তাওয়াং

মিজোরাম

আইজল

.

হরিয়ানা

ঝজ্ঝর

.

অরুণাচল প্রদেশ

নিম্ন দিবাং উপত্যকা

.

মণিপুর

চুড়াচাঁদপুর

.

মণিপুর

ইম্ফল পশ্চিম

১০.

অরুণাচল প্রদেশ

পূর্ব সিয়াং

১০.

শেষ ১০টি জেলা

ঝাড়খণ্ড

পশ্চিম সিংভূম

৬২.

মহারাষ্ট্র

নান্দুরবার

৫৭.

গুজরাট

দাংস

৫৩.

গুজরাট

দাহোদ

৫৩

অসম

করিমগঞ্জ

৫২.

বিহার

আরওয়াল

৫২.

গুজরাট

নর্মদা

৫২.

তেলেঙ্গানা

আদিলাবাদ

৫২

গুজরাট

পাঁচমহল

৫১.

গুজরাট

তাপি

৫১.

 

 

জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা ৫ অনুসারে পশ্চিমবঙ্গের চিত্র

৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বিকাশ ব্যাহত হওয়ার হার (%)

৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে উচ্চতার তুলনায় কম ওজনের হার (%)

৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বয়সের তুলনায় কম ওজনের হার (%)

৩৩.

২০.

৩২.

রাজ্যসভায় আজ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন।


CG/SD/SKD/



(Release ID: 1806879) Visitor Counter : 2279


Read this release in: Urdu , English , Tamil