বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

বস্ত্র ক্ষেত্রে তাঁত শিল্পে কর্মরত মহিলার সংখ্যা ২৫ লক্ষ ৪৬ হাজার ২৮৫

प्रविष्टि तिथि: 16 MAR 2022 3:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২২
 
২০১৯-২০’র তাঁতশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গণনা অনুযায়ী প্রায় ৩৫ লক্ষ ২২ হাজার ৫১২ জন শিল্পীর কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ২৫ লক্ষ ৪৬ হাজার ২৮৫ জন মহিলা, যা এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের প্রায় ৭২.২৯ শতাংশ। এছাড়াও, হস্তশিল্প উন্নয়ন কমিশনারের কার্যালয়ে নথিভুক্ত মহিলা হস্তশিল্পীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ ৮৭ হাজার ৫৩৪। 
বিশ্ব বস্ত্র বাজারে ভারতীয় বস্ত্র শিল্পকে প্রতিষ্ঠিত করতে, বিনিয়োগ আকৃষ্ট করতে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার এই ক্ষেত্রের জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচি চালু করেছে। পিএম মিত্র নামে যে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে, তাতে বস্ত্রশিল্পে বিপুল কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। সরকার বস্ত্রশিল্পের মানোন্নয়নে একাধিক কর্মসূচি রূপায়ণ করছে। এর মধ্যে রয়েছে – সংশোধিত প্রযুক্তি মানোন্নয়ন তহবিল, হস্তশিল্প ক্ষেত্রের উন্নয়নে কর্মসূচি, ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক, শিল্পীদের দক্ষতা বৃদ্ধির জন্য সমর্থ কর্মসূচি প্রভৃতি।
২০১৯-২০’র চতুর্থ সর্বভারতীয় হ্যান্ডলুম সেন্সাস অনুযায়ী, পশ্চিমবঙ্গে তাঁতশিল্পে যুক্ত মহিলাদের সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৮৬৪। এছাড়াও, হস্তশিল্প উন্নয়ন কমিশনারের কার্যালয়ে নথিভুক্ত মহিলা শিল্পীর সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৩৪৪। 
লোকসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা জারডোশ। 
 
CG/BD/SB

(रिलीज़ आईडी: 1806860) आगंतुक पटल : 265
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil