সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

মহাসড়কে মারাত্মক পথ দুর্ঘটনা

Posted On: 16 MAR 2022 1:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২২

 

দেশে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনা, দুর্ঘটনার কারণে মৃত্যু এবং কতজন আহত হয়েছেন, সে সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৮’তে ৪ লক্ষ ৬৭ হাজার ৪৪টি পথ দুর্ঘটনা ঘটে। এর ফলে, ১ লক্ষ ৫১ হাজার ৪১৭ জন প্রাণ হারান এবং ৪ লক্ষ ৬৯ হাজার ৪১৮ জন আহত হন। সেখানে ২০২০ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ৩ লক্ষ ৬৬ হাজার ১৩৮। সেই বছর দুর্ঘটনার ফলে ১ লক্ষ ৩১ হাজার ৭১৪ জন প্রাণ হারান। আহতের সংখ্যা ৩ লক্ষ ৪৮ হাজার ২৭৯। 

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল-ভিত্তিক যেসব তথ্য আছে, সেগুলি বিশ্লেষণ করে দেখা গেছে, গত তিন বছরে দুর্ঘটনার হার কমেছে। মন্ত্রক সমস্যার সমাধানে একটি বহুস্তরীয় কৌশল গ্রহণ করেছে। এর আওতায় রয়েছে – শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, আইন বলবৎ করা, জরুরিকালীন চিকিৎসা ব্যবস্থা করা। 

শিক্ষা : মানুষের মধ্যে রাস্তায় চলাচল করার  বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এবং পথ সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক মাধ্যম, বৈদ্যুতিন মাধ্যম ও মুদ্রণ মাধ্যমের সাহায্য নেওয়া হয়। প্রতি বছর জাতীয় পথ সুরক্ষা মাস/সপ্তাহ পালিত হয়। এছাড়াও, পথ সুরক্ষা সপ্তাহ পালনের মধ্য দিয়ে জনসচেতনতা গড়ে তোলা হয়। ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ হাইওয়ে ইঞ্জিনিয়ার্স পথ সুরক্ষার জন্য একটি সার্টিফিকেট কোর্সও চালু করা হয়েছে।  

ইঞ্জিনিয়ারিং (সড়ক ও যানবাহন) : জাতীয় সড়কে যেসব অঞ্চল দুর্ঘটনা-প্রবণ, সেগুলিকে ব্ল্যাক স্পট হিসাবে শনাক্ত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রক বর্তমানে আঞ্চলিক কার্যালয়গুলিতে দুর্ঘটনা প্রতিহত করতে প্রয়োজনীয় পরিকল্পনা, সড়ক নির্মাণ এবং তা পরিচালনার জন্য প্রয়োজনীয় ছাড়পত্রের ব্যবস্থা করেছে। এছাড়াও, বৈদ্যুতিন পদ্ধতিতে প্রতিটি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে প্রতিবেদন তৈরি করা হয়েছে।  

এয়ার ব্যাগের সাহায্যে যেমন দুর্ঘটনায় প্রাণহানি থেকে রক্ষা পাওয়া যায়, সেই একইভাবে অ্যান্টি ব্রেকিং সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে একটি করে আদর্শ ইন্সপেকশন অ্যান্ড সার্টিফিকেশন সেন্টার গড়ে তোলা হবে। মন্ত্রক, খুব প্রয়োজন না থাকলে মোটর সাইকেল করে চার বছর বয়স পর্যন্ত শিশুদের   নিয়ে না যাওয়ার পরামর্শ দেয়। 

আইন কার্যকর : ২০১৯ সালে মোটর ভেহিকেলস্ সংশোধিত আইন অনুসারে ট্রাফিক সংক্রান্ত নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই আইনে যাঁরা অন্যকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন, তাঁদের বিশেষ রক্ষাকবচেরও ব্যবস্থা করা হয়েছে। 

জরুরিকালীন চিকিৎসা : ২০১৯ সালে মোটর ভেহিকেলস্ সংশোধিত আইন অনুসারে দুর্ঘটনার ঠিক পরে গুরুত্বপূর্ণ মুহূর্তে আহত ব্যক্তির নগদ বিহীন চিকিৎসা করাতে হবে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ সমস্ত টোলপ্লাজায় আহতদের হাসপাতালে দ্রুত নিয়ে যাবার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। যাঁরা মারাত্মক দুর্ঘটনার শিকার, তাঁদের সাহায্যার্থে যাঁরা এগিয়ে আসবেন, তাঁদের পুরস্কৃত করার বিশেষ উদ্যোগ নিয়েছে মন্ত্রক। 

পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রকের ২৫শে ফেব্রুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি সড়ক দুর্ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনালের মাধ্যমে সমস্ত বিবাদ দ্রুত মেটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।

 

CG/CB/SB



(Release ID: 1806682) Visitor Counter : 127


Read this release in: English , Manipuri , Tamil