কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

রেজিস্ট্রার অফ কোম্পানির নেওয়া বিশেষ অভিযানে ২০২০-২১ অর্থবর্ষ পর্যন্ত ৩.৮২ লক্ষেরও বেশি কোম্পানি বন্ধ হয়ে গেছে

प्रविष्टि तिथि: 15 MAR 2022 4:35PM by PIB Kolkata

নতুন দিল্লি,১৫ মার্চ, ২০২২

 

রেজিস্ট্রার অফ কোম্পানির নেওয়া বিশেষ অভিযানের আওতায়, ২০২০-২১ অর্থবর্ষ পর্যন্ত কোম্পানি আইনের ২৪৮(১)ধারার অধীনে ৩,৮২,৮৭৫ টি কোম্পানি বন্ধ হয়ে গেছে । রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী রাও ইন্দ্রজিৎ সিং এ কথা জানিয়েছেন।

আরও ব্যাখ্যা করে মন্ত্রী বলেছেন যে,কোম্পানি আইন,২০১৩(দ্যা অ্যাক্ট)তে "শেল কোম্পানি" শব্দটির কোন যথাযথ বর্ণনা দেওয়া নেই।এটি সাধারণত সক্রিয় ব্যবসায়িক কর্মকাণ্ড বা উল্লেখযোগ্য সম্পদ ছাড়া একটি কোম্পানিকে বোঝায়।কিছু ক্ষেত্রে এই ধরনের কোম্পানিগুলিকে কর ফাঁকি, অর্থ পাচার,বেনামি সম্পত্তি ইত্যাদি অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সন্দেহভাজন 'শেল কোম্পানি'গুলির শনাক্তকরণে তদন্ত করার জন্য সরকার বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে।

মন্ত্রী বলেছেন যে, সরকার কোম্পানি আইনের ধারা ২৪৮(১) এর বিধি প্রয়োগ করে এই ধরনের কোম্পানিগুলিকে চিহ্নিত এবং বন্ধ করতে বিশেষ অভিযান শুরু করেছে।

 

CG/SS


(रिलीज़ आईडी: 1806662) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu