শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে পাইকারি মূল্যের সূচক সংখ্যা

Posted On: 14 MAR 2022 1:35PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৪ মার্চ,  ২০২২
 
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বার্ষিক মুদ্রাস্ফীতির হার ৪.৮৩ শতাংশের তুলনায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই হার দাঁড়িয়েছে ১৩.১১ শতাংশ(সাময়িকভাবে) । খনিজ তেল, মৌলিক ধাতু, রাসায়নিক ও রাসায়নিক দ্রব্য, অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, খাদ্য সামগ্রী এবং খাদ্যসামগ্রী নয় এমন পণ্য ইত্যাদি ক্ষেত্রে দাম বৃদ্ধির কারণে গত বছরে এই একই সময়ের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুদ্রাস্ফীতির উচ্চহার পরিলক্ষিত হয়েছে । 
 
অর্থনৈতিক উপদেষ্টার কার্যালয়, ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড চলতি বছরের ফেব্রুয়ারি মাসে(সাময়িকভাবে) এবং ২০২১ সালের ডিসেম্বর মাসের জন্য দেশের পাইকারি মূল্যের সূচক সংখ্যা প্রকাশ করেছে । সারা দেশে প্রাতিষ্ঠানিক উৎস এবং নির্বাচিত উৎপাদন সংস্থাগুলি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে । 
 
চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, খাদ্যসামগ্রী নয় এমন পণ্য এবং খনিজ পদার্থের দাম বৃদ্ধি পেয়েছে । তবে, এবছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে খাদ্যসামগ্রীর দাম কমেছে । পাশাপাশি জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে খনিজ তেলের দাম ৭.২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে । কয়লা এবং বিদ্যুতের দাম অপরিবর্তিত রয়েছে । অন্যদিকে, মৌলিক ধাতু, বস্ত্র, কাগজ, রাসায়নিক পণ্য ইত্যাদি ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে । চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রবার ও প্লাস্টিক পণ্যের উৎপাদনের দাম অপরিবর্তিত রয়েছে । উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসের জন্য পাইকারি মূল্য সূচক এপ্রিল মাসের ১৮ তারিখে প্রকাশিত হবে ।
 
CG/SS/RAB

(Release ID: 1805995) Visitor Counter : 180