পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

মারকেটিং ডিসিপ্লিন গাইডলাইন এবং তেল কোম্পানি গুলির দ্বারা তা বাস্তবায়ন

Posted On: 14 MAR 2022 2:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ মার্চ, ২০২২
 
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন যে, পাবলিক সেক্টর অয়েল মারকেটিং কোম্পানি গুলি খুচরা বিক্রেতাদের অনিয়ম বা অসদুপায় বন্ধ করার লক্ষ্যে তদারকির জন্য একটি মার্কেটিং ডিসিপ্লিন গাইডলাইন প্রণয়ন করেছে। এই গাইডলাইন বা নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনে ডিলারদের বিরুদ্ধে অনিয়মের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যাবে।
মারকেটিং ডিসিপ্লিন গাইডলাইনের বিস্তারিত তথ্য নিম্নলিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
https://iocl.com/marketing-discipline-guidelines
গত তিন বছর অর্থাৎ ২০১৮-১৯,২০১৯-২০ এবং ২০২০-২১ ও ২০২১-২২-এর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত খুচরা বিক্রয় কেন্দ্র গুলোতে শনাক্ত করা অনিয়মের সংখ্যা ৫৩ হাজার ৯১৪।
 
 
CG/ SB

(Release ID: 1805994) Visitor Counter : 164
Read this release in: English , Urdu