খনিমন্ত্রক
আরও শক্তিশালী স্থায়ী খনি ক্ষেত্র গড়ে তুলতে সংস্কারসাধন করা হচ্ছে
Posted On:
14 MAR 2022 1:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ মার্চ, ২০২২
খনি মন্ত্রক ২০১৭ সালের খনিজ সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন আইনের ৫ নম্বর অধ্যায়ের আওতায় স্থায়ী খনি ব্যবস্থাপনাকে বাস্তবায়ন করেছে । এই আইন অনুযায়ী খনি শ্রমিকদের মাধ্যমে স্থায়ী পদ্ধতিতে খনির কাজ- কর্মের ওপর ভিত্তি করে খনির ইজারাগুলির ক্ষেত্রে স্টার রেটিং দেওয়া হয়ে থাকে ।
খননকার্যকে আর্থিকভাবে কার্যকরী হিসেবে দেখা, সামাজিক দায়বদ্ধতা, দীর্ঘমেয়াদী উন্নয়নের দৃষ্টিভঙ্গি, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক ভাবে সঠিক খননকাজ, খনিজ সম্পদের সর্বোতম ব্যবহার ইত্যাদি নিশ্চিত করতে ২০১৯ সালের জাতীয় খনি নীতি'র পরিকল্পনা করা হয় ।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা,খনি ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী ।
CG/SS/RAB
(Release ID: 1805839)