নির্বাচনকমিশন

পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিহার ও মহারাষ্ট্রের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘন্ট

Posted On: 12 MAR 2022 7:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ই মার্চ, ২০২২

 

নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, ছত্তিশগড়ের খৈরাগড় বিধানসভা কেন্দ্র, বিহারের বোচাহান (তপশিলী জাতির জন্য সংরক্ষিত) বিধানসভা কেন্দ্র এবং মহারাষ্ট্রের কোলাপুর উত্তর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে।

১৭ই মার্চ বৃহস্পতিবার নির্বাচন সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪শে মার্চ। পরের দিন শুক্রবার অর্থাৎ ২৫শে মার্চ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। ২৮শে মার্চ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১২ই এপ্রিল মঙ্গলবার এই কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ করা হবে। ভোট গণনা শনিবার ১৬ই এপ্রিল। ১৮ই এপ্রিল সোমবারের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২০২২ এর পয়লা জানুয়ারী প্রকাশিত ভোটার তালিকাটি  ভোট নেওয়ার ক্ষেত্রে বিবেচিত  হবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি বুধে ইভিএম এবং ভিভিপ্যাটের ব্যবস্থা করা হবে। এর জন্য যথেষ্ট পরিমাণ বৈদ্যুতিন ভোটগ্রহণ যন্ত্র ও ভিভিপ্যাটের ব্যবস্থা করা হয়েছে।  

ভোটদাতাদের পরিচয় যাচাই করার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রকে প্রধান নথি হিসেবে বিবেচনা করা হবে। তবে, কেউ যদি ভোটগ্রহণ কেন্দ্রে নিম্নলিখিত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনো একটি নিয়ে যান, তাহলেও তিনি ভোট দিতে পারবেন। এই পরিচয়পত্রগুলি হল :  

১) আধার কার্ড, ২) এমএনআরইজিএ জবকার্ড, ৩) ব্যাঙ্ক বা পোষ্ট অফিসের ছবি সম্বলিত পাশবই, ৪) শ্রম মন্ত্রকের স্বাস্থ্যবীমা স্মার্ট কার্ড, ৫) ড্রাইভিং লাইসেন্স, ৬) প্যানকার্ড, ৭) এনপিআর এর আওতায় আরজিআই –এর স্মার্ট কার্ড, ৮) ভারতীয় পাসপোর্ট, ৯) ছবি সম্বলিত পেনশনের নথি, ১০) কেন্দ্রীয় সরকার / রাজ্য সরকার / রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা / পাবলিক লিমিটেড কোম্পানীগুলির কর্মীদের সচিত্র পরিচয়পত্র, ১১) সাংসদ / বিধায়ক / বিধান পরিষদের সদস্যদের জন্য সরকারী পরিচয়পত্র, ১২) কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ইউনিক ডিজঅ্যাবিলিটি আইডি কার্ড।

নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে আদর্শ আচরণবিধি বলবৎ হলো। কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি ফৌজদারী মামলার অভিযোগ থাকে, তাহলে তাকে নির্বাচনী প্রচারের সময় সংবাদপত্রে এবং টিভি চ্যানেলে তিনবার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের ২০২০ সালের ১৬ই সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তি No. 3/4/2019/SDR/Vol.IV অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের চারদিনের মধ্যে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। দ্বিতীয় বিজ্ঞপ্তিটি পঞ্চম থেকে অষ্টম দিনের মধ্যে এবং তৃতীয় বিজ্ঞপ্তিটি নবম দিন থেকে নির্বাচনী প্রচারের শেষ দিনের মধ্যে জারি করতে হবে।  

দেশজুড়ে কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় এই উপনির্বাচন কেন্দ্রগুলিতে কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্ক https://eci.gov.in/files/file/13932-revised-broad-guidelines-for-conduct-of-general-electionsbye-elections-during-covid-19/ - অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://eci.gov.in/ -টি দেখতে পারেন।

 

CG/CB/SFS



(Release ID: 1805507) Visitor Counter : 464


Read this release in: English , Urdu , Hindi , Marathi