আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

শ্রী হরদীপ সিং পুরী অমৃত ২.০ – এর অধীনে ‘ইন্ডিয়া ওয়াটার পিচ-পাইলট-স্কেল স্টার্ট-আপ চ্যালেঞ্জ’ – এর সূচনা করেছেন

Posted On: 12 MAR 2022 1:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২২

 

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন এবং প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের  দ্বিতীয় পর্যায়ে অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আর্বান ট্রান্সফরমেশন (অম্রুত) কর্মসূচির আওতায় ‘ইন্ডিয়া ওয়াটার পিচ-পাইলট-স্কেল স্টার্ট-আপ চ্যালেঞ্জ’ – এর সূচনা করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২১ – এর পয়লা অক্টোবর দ্বিতীয় পর্বের অম্রুত প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পে প্রযুক্তি অংশীদার হিসাবে নতুন শিল্পোদ্যোগ বা স্টার্টআপগুলিকে যুক্ত করার উদ্যোগকে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দেয়। সংশ্লিষ্ট সংস্থাগুলি তাদের উদ্ভাবন এবং পরিকল্পনাকে কাজে লাগিয়ে স্থিতিশীল আর্থিক বিকাশ নিশ্চিত করবে। এর ফলে, কর্মসংস্থান সৃষ্টি হবে। পরিকল্পনা অনুসারে মন্ত্রক ১০০টি স্টার্টআপকে চিহ্নিত করবে। নির্বাচিত স্টার্টআপ সংস্থাগুলিকে ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়াও তাদের নানা পরামর্শ দেওয়া হবে।   

আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে ‘ইন্ডিয়া ওয়াটার পিচ-পাইলট-স্কেল স্টার্ট-আপ কনক্লেভ’ – এর আয়োজন করে। দেশে এই প্রথম নতুন শিল্পোদ্যোগী , তরুণ উদ্ভাবক,  শিল্প সংস্থাগুলির অংশীদার এবং বিভিন্ন রাজ্য ও শহরের প্রশাসনিক আধিকারিকরা প্রকল্পটির বিষয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানে শ্রী পুরী স্টার্টআপ সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর ভিডিও বার্তায় জানান, প্রযুক্তি বিভাগের অধীনে এই প্রকল্পে স্টার্টআপ সংস্থাগুলির উদ্যোগ শহরাঞ্চলে জল সমস্যার সমাধান করবে। মন্ত্রকের সচিব শ্রী মনোজ যোশী জানান, সুস্থ সমাজ গড়ে তুলতে হলে জল ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হতে হবে। অনুষ্ঠানে মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকরা, বিভিন্ন রাজ্য সরকারের প্রতিনিধি এবং  স্টার্টআপ সংস্থাগুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষে জলের উপর একটি প্রদর্শনী শ্রী পুরী ঘুরে দেখেন। এই প্রদর্শনীতে জল ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

 

CG/CB/SB



(Release ID: 1805439) Visitor Counter : 147