সংস্কৃতিমন্ত্রক

কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল আজ নতুন দিল্লিতে সাহিত্য অ্যাকাডেমি আয়োজিত সাহিত্যোৎসবের সূচনা করেছেন

Posted On: 10 MAR 2022 3:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২২
 
সাহিত্য অ্যাকাডেমি আয়োজিত 'সাহিত্যোৎসব' আজ থেকে নতুন দিল্লিতে শুরু হয়েছে। স্বাধীনতার ৭৫ বছরের স্মরণে এই উৎসব উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল আজ অ্যাকাডেমির প্রদর্শনী উদ্বোধনের মাধ্যমে এই উৎসবের সূচনা করেছেন। এই প্রদর্শনীতে অ্যাকাডেমির সাফল্য এবং বিগত বছরের অনুষ্ঠানের নানা দিক তুলে ধরা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে শ্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, যখন থেকে আমরা ভাবতে ও লিখতে শুরু করেছি বা মানব সভ্যতার বিকাশের পর থেকে সাহিত্য আমাদের সংস্কৃতির দর্পণ। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ভাষা ভাব প্রকাশের একটি মাধ্যম। এই প্রদর্শনীতে বিভিন্ন ভাষায় লেখা বই দেখতে পাওয়া যাবে। সময় যেমন নতুন প্রযুক্তির হাত ধরে পরিবর্তিত হচ্ছে, সাহিত্য অ্যাকাডেমিকেও সময়ের প্রয়োজন অনুসারে পরিবর্তন করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি। 
 
আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে ‘দ্য রাইস অফ ইয়ং ইন্ডিয়া’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২৬ জন তরুণ লেখক অংশগ্রহণ করেন। বিভিন্ন ভারতীয় ভাষায় প্রতিনিধিত্বকারী স্বনামধন্য প্রকাশক ও লেখকরা ভারতীয় ভাষায় প্রকাশনার বিষয়ে আলোচনায় অংশ নেন। এছাড়াও, আগামীকাল সকাল ১০টা থেকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে  ‘উপজাতি ভাষার লেখকদের সভা’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামীকাল বিকেল ৫টায় ২০২১ সালের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার বিতরণ করা হবে। আগামী ১৫ই মার্চ পর্যন্ত চলবে এই উৎসব। বিস্তারিত জানতে এই লিঙ্কে করুন - https://static.pib.gov.in/WriteReadData/userfiles/file/FOL-2022-card(1)0LYU.pdf
 
CG/SS/SB


(Release ID: 1804925) Visitor Counter : 155


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu