রাষ্ট্রপতিরসচিবালয়

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির বার্তা

Posted On: 07 MAR 2022 4:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ মার্চ, ২০২২

 

প্রতি বছর ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়ে থাকে। তার প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ এক বার্তায় জানিয়েছেন :

“আন্তর্জাতিক নারী দিবসে আমি সকল মহিলাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

আজ যখন বিশ্ব ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, ভারতীয় মহিলারা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের পাশাপাশি জাতীয় অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছেন। আমাদের দেশের উন্নয়ন প্রক্রিয়াতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমাদের মেয়েদের সাবলম্বি করে তুলতে ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। এটি তাদের পরিবার, সমাজ ও জাতির প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি তাদের আকাঙ্খা অর্জনে সাহায্য করবে।

এই দিনটি মহিলাদের সুরক্ষা, মর্যাদা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য আমাদের সংকল্প পুনর্ব্যক্ত করার সুসময়। আমাদের বোন ও কন্যাদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে এবং দেশ গঠনের প্রক্রিয়ায় অবদান রাখার যথেষ্ট সুযোগ দিতে হবে।”

 

CG/SS/SKD/



(Release ID: 1803777) Visitor Counter : 132