অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

আয়কর বিভাগ একটি প্রধান টেলিকম গোষ্ঠীতে তল্লাশি অভিযান চালিয়েছে

प्रविष्टि तिथि: 03 MAR 2022 2:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ মার্চ, ২০২২

 

আয়কর বিভাগ চলতি বছরের ১৫ই ফেব্রুয়ারি টেলিকম পণ্য বিতরণ এবং ক্যাপ্টিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত একটি বহুজাতিক গোষ্ঠীতে তল্লাশি অভিযান চালিয়েছে। একটি প্রতিবেশী দেশে এই সংস্থার মূল শেয়ার রয়েছে। দিল্লি, গুরুগ্রাম এবং ব্যাঙ্গালুরু জুড়ে ছড়িয়ে থাকা বাণিজ্যিক ক্ষেত্র এবং ঐ বহুজাতিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ আধিকারিকদের আবাসনে তল্লাশি অভিযান চালানো হয়।

অনুসন্ধান থেকে জানা গেছে, এই বহুজাতিক সংস্থা ভারতের বাইরে থাকা তার সংশ্লিষ্ট পার্টির কাছ থেকে প্রযুক্তিগত পরিষেবা দেওয়ার বিনিময়ে প্রচুর পরিমাণে অর্থ নিয়েছে। তল্লাশি অভিযানের সময় এর যথার্থ কারণ ব্যাখ্যা করতে পারেনি ঐ বহুজাতিক গোষ্ঠী। এমনকি তল্লাশি অভিযানের সময় আরও জানা গেছে যে ,৪০০ কোটি টাকার আয় গোপন করেছে এই বহুজাতিক গোষ্ঠী। আয়কর বিভাগ এই বিষয়গুলি নিয়ে তদন্তের কাজ চালাচ্ছে। 

 

CG/SS/SB


(रिलीज़ आईडी: 1802792) आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi