প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়া ২০২০র আওতায় মেক-১ (সরকারী অর্থানুকূল্যে ) বিভাগে চারটি প্রকল্প ও মেক-২ ( শিল্প সংস্থাগুলির অর্থানুকূল্যে )বিভাগে পাঁচটি প্রকল্পকে মন্ত্রক নীতিগতভাবে অনুমোদন দিয়েছে

Posted On: 03 MAR 2022 1:39PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৩রা মার্চ, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র  মোদীর ‘আত্মনির্ভরতা’-র স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রতিরক্ষা মন্ত্রক এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। মন্ত্রক, প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়া ২০২০র আওতায় মেক-১ (সরকারী অর্থানুকূল্যে) বিভাগে নকশা তৈরি করে সেগুলি বাস্তবায়নের জন্য ভারতীয় শিল্পসংস্থাগুলিকে  চারটি প্রকল্প দেবে। এই প্রকল্পগুলির প্রোটোটাইপ তৈরি করার জন্য শিল্প সংস্থাগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রকের কলেজিয়েট কমিটি যে সব প্রকল্পগুলিকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে, সেগুলি হলঃ- 

• ভারতীয় বিমান বাহিনীঃ-  ভারতীয় সুরক্ষা বিধি মেনে রাউটার, সুইচ, এনক্রিপ্টারস , ভিও আইপি ফোন এবং তাদের সফটওয়্যারের মত যোগাযোগ সংক্রান্ত সরঞ্জাম 

• ভারতীয় বিমান বাহিনীঃ-   ভূমি থেকে নিয়ন্ত্রণক্ষম এয়ারবর্ণ ইলেকট্রো অপটিক্যাল পড 

• ভারতীয় বিমান বাহিনীঃ- এয়ারবর্ণ স্ট্যান্ড অফ জ্যামার 

• ভারতীয় সেনাবাহিনীঃ- ভারতীয় হাল্কা ট্যাঙ্ক  

শিল্প বান্ধব প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়া ২০২০-র সূচনার পর প্রথমবার ভারতীয় শিল্প সংস্থাকে দেশের সুরক্ষা বিধি অনুযায়ী হাল্কা ট্যাঙ্ক এবং যোগাযোগ সংক্রান্ত সরঞ্জামের মত গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত করা হয়েছে। এছাড়াও মেক-২  বিভাগে শিল্প সংস্থাগুলির অর্থানুকূল্যে পাঁচটি প্রকল্পকে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে । এগুলি হলঃ-

• ভারতীয় বিমান বাহিনীঃ-   অ্যাপাচে হেলিকপ্টারের জন্য পূর্ণ গতির সিমুলেটর 

• ভারতীয় বিমান বাহিনীঃ- চিনুক হেলিকপ্টারের জন্য পূর্ণ গতির সিমুলেটর  

• ভারতীয় বিমান বাহিনীঃ- বিমানের রক্ষণাবেক্ষণের জন্য পরিধানযোগ্য রোবটিক সরঞ্জাম 

• ভারতীয় সেনাবাহিনীঃ- যান্ত্রিক বলের জন্য সুসংহত  নজরদারী ও লক্ষ্যবস্তুকে আঘাত হানার ব্যবস্থা 

• ভারতীয় সেনাবাহিনীঃ-  স্বয়ংক্রিয় কমব্যাট বাহন  

মেক-২  বিভাগে যে প্রকল্পগুলি আছে ,সেগুলি  প্রাথমিকভাবে আমদানীর বিকল্প বা  উদ্ভাবনের জন্য ধার্য করা হয়েছে। এক্ষেত্রে  সরঞ্জাম/ ব্যবস্থা/ প্ল্যাটফর্মের উন্নয়ন  বা মানোন্নয়ন অথবা সেগুলির মূল ব্যবস্থার অধীনে ছোট ছোট ব্যবস্থা  বা যন্ত্রাংশ জোড়া লাগানোর জন্য প্রোটোটাইপ তৈরি করবে। এগুলি তৈরি করার জন্য অবশ্য  কোন সরকারী অনুদান পাওয়া যাবে না। 

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই প্রকল্পগুলি গড়ে উঠবে এবং এর মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের নকশা তৈরির ক্ষমতা তৈরি হবে। এছাড়াও উদ্ভাবিত  প্রযুক্তিগুলি ভারতকে আন্তর্জাতিক স্তরে নকশা তৈরির ক্ষেত্রে অগ্রনী রাষ্ট্রের মর্যাদা দেবে। 

 

CG/CB/



(Release ID: 1802789) Visitor Counter : 181