প্রতিরক্ষামন্ত্রক

২০২২ সালে আসন্ন প্রতিরক্ষা এক্সপোতে প্রতিরক্ষা উৎকর্ষতার জন্য উদ্ভাবনী ক্ষেত্রে বিনিয়োগ (ইনভেস্ট ফর আইডিইএক্স) এবং মন্থন উল্লেখযোগ্য স্থান পেতে চলেছে

Posted On: 28 FEB 2022 5:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালে প্রতিরক্ষা ক্ষেত্রে উৎকর্ষতার জন্য উদ্ভাবনী (আইডিইএক্স)-এর সূচনা করেছিলেন। মূলত প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরিতেই এই উদ্যোগ নেওয়া হয়। এটি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন এবং সম্ভাব্য সহযোগিতার বিষয় তদারকি করার জন্য একটি পৃষ্ঠপোষক সংস্থা হিসেবে কাজ করছে। 
 
আধুনিক সামরিক যুদ্ধে একটি দেশের কার্যকরি শক্তি নির্ধারণে উদ্ভাবনী চিন্তাভাবনা ধীরে ধীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আইডিইএক্স-এর মত প্ল্যাটফর্ম, ডিফেন্স ইন্ডিয়া স্টার্ট-আপ চ্যালেঞ্জেস (ডিআইএসসি) এবং ওপেন চ্যালেঞ্জেস (ওসি)-এর মত কর্মসূচির মাধ্যমে সামরিক বাহিনীতে জটিল সমস্যা সমাধানের পথ খুঁজে পেতে সাহায্য করেছে, যা সামরিক প্রযুক্তির ভবিষ্যতের জন্য মূল উপাদান হয়ে উঠবে। এর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভারতীয় নৌ বাহিনী সফলভাবে আইডিইএক্স ক্ষেত্রে বিজয়ী সইফ অটোমেশন সার্ভিসেস এলএলপি সংস্থাকে একটি বরাত দিয়েছে। 
 
এপর্যন্ত আইডিইএক্স পাঁচ দফায় ডিআইএসসি এবং তিন দফায় ওসি প্রতিযোগিতার আয়োজন করেছে। এক্ষেত্রে ব্যক্তিগত উদ্ভাবক এবং স্টার্টআপগুলির কাছ থেকে ২ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। এছাড়াও আইডিইএক্স সাপোর্ট ফর প্রোটোটাইপ অ্যান্ড রিসার্চ কিকস্টার্ট (এসপিএআরকে)-এর মত আর্থিক সহায়তা পরিকাঠামোর মাধ্যমে একাধিক প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তা দেওয়া হয়ে থাকে।
 
বহু প্রতিক্ষিত দ্বিবার্ষিক অনুষ্ঠান প্রতিরক্ষা এক্সপো ২০২২ আসন্ন। আইডিইএক্স স্টার্টআপগুলিকে তুলে ধরতে এবং তার জনকল্যাণমুখী অনুষ্ঠান মন্থনের সময় বিজয়ীদেরকে পুরস্কৃত করার জন্য প্রস্তুত। এবার তিনটি নতুন ইনকিউবেটর অংশীদারের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর হবে। উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্বদানের উদ্দেশ্যেই এই সমঝোতা হবে। 
 
আইডিইএক্স একটি পরিবার এবং উদ্দীপনার সঙ্গে ক্রমশই এগিয়ে চলেছে। এরই অঙ্গ হিসেবে প্রতিরক্ষা উৎকর্ষতার জন্য উদ্ভাবনী ক্ষেত্রে বিনিয়োগ (ইনভেস্ট ফর আইডিইএক্স) অনুষ্ঠানের সূচনা করা হবে। প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তায় উদ্ভাবনী ক্ষেত্রে আইডিইএক্স সর্বদাই এগিয়ে রয়েছে। তাই আইডিইএক্স প্রতিরক্ষা উদ্ভাবনী ক্ষেত্রে নতুন দক্ষতার বিকাশে জন্য দেশের শক্তিশালী বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা প্রতিভাকে ব্যবহার করছে।  
 
CG/SS/SKD/


(Release ID: 1801892) Visitor Counter : 120


Read this release in: English , Urdu , Hindi , Tamil