স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বাজেট পরবর্তী ওয়েবিনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 26 FEB 2022 5:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বাজেট পরবর্তী ওয়েবিনার উদ্বোধন  করেছেন। তিনি সর্বজনীন প্রাথমিক চিকিৎসা পরিষেবায় ভারতের সক্ষমতা, অভিন্ন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রযুক্তির প্রয়োগ, অভিনব স্বাস্থ্য পরিষেবা প্রদানে সরকারি-বেসরকারি সক্রিয় অংশীদারিত্ব, সুলভে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া প্রভৃতির কথা উল্লেখ করেন। ওয়েবিনারের সমাপ্তি অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া ভাষণ দেন। এই উপলক্ষ্যে আয়ুষ মন্ত্রী স্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার, নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে পল এবং আয়ুষ প্রতিমন্ত্রী ডঃ মহেন্দ্র মুঞ্জাপারা উপস্থিত ছিলেন।
 
বাজেট পরবর্তী এটি এ ধরনের পঞ্চম ওয়েবিনার, যেখানে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। এই ওয়েবিনারে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সরকারি ও বেসরকারি ক্ষেত্রের পেশাদার স্বাস্থ্য কর্মী, আধা-চিকিৎসা, নার্সিং, স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা, প্রযুক্তি ও গবেষণার সঙ্গে যুক্ত সমস্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট সবপক্ষকে সামিল করতে এই ওয়েবিনার আয়োজন করা হয়।
 
সমাপ্তি ভাষণে ডাঃ মান্ডভিয়া বলেন, এক সর্বাঙ্গীণ স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন প্ল্যাটফর্মে সংযুক্তিকরণে দিশা দেখিয়েছে। আজকের এই চিন্তন শিবির সংশ্লিষ্ট সবপক্ষকে নাগরিক-কেন্দ্রিক নীতি গ্রহণে সময় মতো রূপরেখা প্রণয়নে সাহায্য করবে। তিনি আরও বলেন, মন্ত্রকের বিভিন্ন উদ্যোগ ও কর্মপরিকল্পনা সঠিক রূপায়ণে বেসরকারি ক্ষেত্র, আধা-সরকারি সংস্থা, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সকল পক্ষকে যুক্ত করাই এ ধরনের ওয়েবিনার আয়োজনের উদ্দেশ্য।
 
ডাঃ মান্ডভিয়া বলেন, কেন্দ্রীয় বাজেট আগাম পেশ করার ফলে এখন তহবিল বরাদ্দ ও কর্মসূচি রূপায়ণগুলি আগে থেকেই শুরু করা সম্ভব হবে। এর ফলে, এই তহবিলের অর্থ খরচ যেমন সম্ভব হবে, তেমনই আগেভাগে পরিকল্পনা গ্রহণ করা হলে তহবিলের অর্থ অব্যবহৃত থাকবে না। স্বাস্থ্য ক্ষেত্রে সময় মতো সংস্কার সুনিশ্চিত করা হয়েছে, যাতে বিশ্ব মঞ্চে ভারত পিছিয়ে না পড়ে। 
 
প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নের ভূমিকার কথা উল্লেখ করে ডাঃ মান্ডভিয়া বলেন, আজ ভারত টিকা সম্পর্কিত গবেষণায় বিশ্বের অগ্রণী দেশগুলির সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে। টেলি-মেডিসিন এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দেশে বিপ্লব ঘটাতে সাহায্য করবে। টেলি-পরামর্শের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাগুলিতেও বিশেষজ্ঞরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন। আজ ভারত বিশ্বের অগ্রণী দেশের মধ্যে একটি, যেখানে ১৭ কোটিরও বেশি হেলথ আইডি বা স্বাস্থ্য পরিচয়পত্র রয়েছে। 
 
তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ওয়েবিনারে পৃথক পৃথক সভার আয়োজন করা হয়। এগুলি হ’ল – আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন; জাতীয় টেলি-মেডিসিন পরিষেবা ও ই-সঞ্জিবনী এবং টেলি-মেন্টাল হেলথ প্রোগ্রাম। এই ওয়েবিনারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব শ্রী রাজেশ ভূষণ, আয়ুষ সচিব শ্রী বৈদ্য রাজেশ কোটেচা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিব শ্রী লব আগরওয়াল সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আয়ুষ মন্ত্রক এবং সরকারি-বেসরকারি ক্ষেত্রের প্রতিনিধিরা যোগ দেন।  
 
 
CG/BD/SB


(Release ID: 1801643) Visitor Counter : 141


Read this release in: English , Urdu , Hindi , Manipuri