কয়লামন্ত্রক

কয়লা মন্ত্রকের আওতাধীন সংসদীয় পরামর্শক কমিটি'র কয়লা/লিগনাইট সংস্থাগুলির পরিবেশগত নিয়ম মেনে চলার বিষয় সম্পর্কে পর্যালোচনা

Posted On: 23 FEB 2022 5:38PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৩ ফেব্রুয়ারি,  ২০২২

 

কেন্দ্রীয় কয়লাখনি এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী কয়লা/লিগনাইট সংস্থাগুলির পরিবেশগত নিয়ম মেনে চলার বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ সংসদ ভবনে কয়লা মন্ত্রকের আওতাধীন সংসদীয় পরামর্শক কমিটির একটি বৈঠকে পৌরোহিত্য করেছেন । এই বৈঠকে কয়লাখনি ও রেল প্রতিমন্ত্রী শ্রী রাওসাহেব পাতিল দানভে উপস্থিত ছিলেন । 

পর্যালোচনা বৈঠকে শ্রী প্রহ্লাদ যোশী কমিটির সদস্যদের কয়লা /লিগনাইট খনিতে খননকাজের ক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশ সুরক্ষার বিষয় সম্পর্কে জানান। তিনি বলেন খননকাজ চালানোর সময় পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ । কয়লা/লিগনাইট সংস্থাগুলি সেই পরিবেশগত বিধি ও আইন মেনে কাজ চালাচ্ছে কিনা তার ওপর নজরদারি চালানোর আহ্বান জানান শ্রী যোশী । 

কয়লা মন্ত্রকের সচিব পর্যালোচনা বৈঠকে মন্ত্রককে পরামর্শদানের জন্য সুস্থায়ী উন্নয়ন কমিটি গঠন, পরিকল্পনা এবং পর্যবেক্ষণের বিষয় নিয়ে সংসদীয় কমিটিকে অবহিত করেন । তিনি কমিটিকে আরও জানান যে, মন্ত্রক এবং কয়লা/লিগনাইট সংস্থাগুলি পরিবেশগত সুরক্ষা  বিষয়ের ওপর প্রতিবেদন, ভিডিও প্রস্তুত করেছে । কয়লা মন্ত্রকের যুগ্ম সচিব বলেন, কয়লা ও লিগনাইট সংস্থাগুলির পরামর্শে খনি এলাকায় বৃক্ষরোপণ, খনির জল ব্যবহার, ইকোপার্কের উন্নয়ন ইত্যাদির বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে । 

পর্যালোচনা বৈঠকে উপস্থিত সংসদীয় কমিটির সদস্যরা পরিবেশগত সুরক্ষা ও সমাজের সুবিধার জন্য মন্ত্রক এবং কয়লা/লিগনাইট সংস্থাগুলির গৃহীত পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেন । বৈঠকে সিআইএল, এনএলসিআইএল-এর সিএমডি সহ অন্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।

 

CG/SS/RAB



(Release ID: 1800728) Visitor Counter : 139


Read this release in: English , Urdu , Hindi