স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭৫ কোটি ৪৬ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫১

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২ হাজার ১৩১

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.১২ শতাংশ

Posted On: 21 FEB 2022 9:14AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা লক্ষ ৭০৬আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৭৫ কোটি ৪৬ লক্ষ ২৫ হাজার ৭১০

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

 

প্রিকশন ডোজ

,,০০,৬৯৩

 

৯৯,৫২,৯৭৩

 

 

৪০,৪৯,০২

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,,৯২৭

 

,,১৮,২৫৯

 

৫৯,১১,২৫২

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৩৬,৭৭,৩৪২

 

,১৭,৩০.০৬৯

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৭৪,৩৯৭

 

,৫৯,২৭,৯০৮

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০,২০,৪৪,৩৫৫

 

১৭,৮৩,৭৩,০০

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৬২,১৩,৮২৬

 

,১১,১৯,০১২

 

৯০,২৪,৪৯৫

 

 

প্রিকশন ডোজ

,৮৯,৮৫,২৪৯

 

মোট

 

,,৪৬,২৫,৭১০

দেশেগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯০১ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২১ লক্ষ ২৪ হাজার ২৮৪

জাতীয়স্তরে সুস্থতার হার বর্তমানে ৯.৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে লক্ষ হাজার ১৩১ হয়েছে, যা মোট আক্রান্তের .৪৭ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় লক্ষ ৩১ হাজার ৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭ কোটি লক্ষ ৪৬ হাজার ৩৩৩

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে .১২ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে .৯৩ শতাংশ।

 

CG/SS/SKD/



(Release ID: 1800019) Visitor Counter : 110