স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭৫ কোটি ৪৬ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৩ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫১
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২ হাজার ১৩১
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.১২ শতাংশ
Posted On:
21 FEB 2022 9:14AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭ লক্ষ ৭০৬। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৭৫ কোটি ৪৬ লক্ষ ২৫ হাজার ৭১০।
মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১,০৪,০০,৬৯৩
৯৯,৫২,৯৭৩
৪০,৪৯,৫০২
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১,৮৪,০৭,৯২৭
১,৭৪,১৮,২৫৯
৫৯,১১,২৫২
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫,৩৬,৭৭,৩৪২
২,১৭,৩০.০৬৯
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫৫,০৩,৭৪,৩৯৭
৪৩,৫৯,২৭,৯০৮
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
২০,২০,৪৪,৩৫৫
১৭,৮৩,৭৩,৭০০
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১২,৬২,১৩,৮২৬
১১,১১,১৯,০১২
৯০,২৪,৪৯৫
|
|
প্রিকশন ডোজ
|
১,৮৯,৮৫,২৪৯
|
মোট
|
|
১,৭৫,৪৬,২৫,৭১০
|
দেশেগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯০১ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২১ লক্ষ ২৪ হাজার ২৮৪।
জাতীয়স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ২ হাজার ১৩১ হয়েছে, যা মোট আক্রান্তের ০.৪৭ শতাংশ।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৩১ হাজার ৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৬ কোটি ১ লক্ষ ৪৬ হাজার ৩৩৩।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.১২ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশ।
CG/SS/SKD/
(Release ID: 1800019)
Visitor Counter : 147