বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
ডিসি বৈদ্যুতিক ক্ষেত্র ব্যবহার করে গোল্ড-ন্যানোরোডের বৈশিষ্ট্যগুলির সাহায্যে খাদ্য দূষণ শনাক্ত করার পথ আরও কার্যকরীভাবে প্রশস্ত হয়েছে
प्रविष्टि तिथि:
18 FEB 2022 2:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
সম্প্রতি ভারতীয় গবেষকদের একটি দল, গবেষণায় খুঁজে পেয়েছে যে, বাহ্যিক শক্তি প্রয়োগ করে গোল্ড-ন্যানোরোডের বৈশিষ্ট্যগুলিকে সেন্সর তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে, যা অণুর পরিমাণ এবং খাদ্য দূষণ শনাক্ত করার পথ আরও কার্যকরী উপায়ে প্রশস্ত করতে পারে।
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আওতাধীন ব্যাঙ্গালোরের রমন সিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ডাব্লিউ. জাইবুদ্দিন এবং রঞ্জিনী বন্দ্যোপাধ্যায় এই গবেষণার কাজ চালিয়েছেন। ডিসি বৈদ্যুতিক ক্ষেত্রের অনুপস্থিতি এবং উপস্থিতিতে এইউ-এনআর কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা নিয়েও গবেষণা করেছেন তারা। বিজ্ঞানীরা গবেষণার শেষে জানিয়েছেন, বাহ্যিক শক্তি প্রয়োগ করে ন্যানোরোডগুলির বৈশিষ্ট্যগুলিকে সুরক্ষিত করা যেতে পারে, যা অণুগুলির সম্প্রসারণ পরিমাণ শনাক্ত করার জন্য সেন্সর তৈরির মতো প্রযুক্তিগত কাজে সাহায্য করে থাকে।
CG/SS/SKD/
(रिलीज़ आईडी: 1799354)
आगंतुक पटल : 170