শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

মুদ্রাস্ফীতি ভিত্তিক পাইকারি মূল্য সূচকে নিম্নমুখী প্রবনতা অব্যাহত রয়েছে

Posted On: 14 FEB 2022 12:01PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৪ ফেব্রুয়ারি, ২০২২
 
২০২২-এর জানুয়ারি মাসে বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১২.৯৬ শতাংশ (প্রাথমিক)। এই হার লাগাতার কমছে। গত নভেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ১৪.৮৭ শতাংশ এবং পরবর্তী মাসে অর্থাৎ ডিসেম্বরে এই হার কমে দাঁড়ায় ১৩.৫৬ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে মুদ্রাস্ফীতির হার বেশি থাকার কারণ খনিজ তেল, অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন ধরণের ধাতব পদার্থ, রসায়ন ও রাসায়নিক পদার্থ, খাদ্য সামগ্রী প্রভৃতির মূল্য বৃদ্ধি পাওয়া। 
 
২০১১-১২-কে ভিত্তি বর্ষ হিসেবে ধরে কেন্দ্রীয় শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের অর্থনৈতিক উপদেষ্টার কার্যালয় থেকে ২০২২-এর জানুয়ারি মাসের (প্রাথমিক) এবং ২০২১-এর নভেম্বর মাসের (চূড়ান্ত) পাইকারি মূল্য সূচক প্রকাশ করা হয়েছে। পাইকারি মূল্য সূচকের প্রাথমিক পরিসংখ্যান প্রতি দু-সপ্তাহ বাদে মাসের ১৪ তারিখ অথবা পরবর্তী কাজের দিন প্রকাশ করা হয়। অন্যদিকে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক সূত্র থেকে পাওয়া তথ্য একত্রিত করে ১০ সপ্তাহ পর চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশিত হয়। 
 
মাসিক ভিত্তিতে পাইকারি মূল্য সূচক ২০২২-এর জানুয়ারিতে দাঁড়িয়েছে ০.৩৫ শতাংশ। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী প্রাথমিক খাদ্য সামগ্রীর মূল্য সূচক কমেছে। তবে, খনিজ পদার্থ, খাদ্য বহির্ভূত সামগ্রী প্রভৃতির সূচক জানুয়ারিতে বেড়েছে। একই ভাবে জ্বালানী ও শক্তি ক্ষেত্রে সূচক জানুয়ারিতে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ, খনিজ তেল প্রভৃতির দাম বৃদ্ধি পাওয়ায় সূচক বেড়েছে। তবে, কয়লার সূচক অপরিবর্তিত রয়েছে। 
 
উৎপাদিত সামগ্রীর সূচক গত জানুয়ারী মাসে ০.৫১ শতাংশ বেড়েছে। বিভিন্ন ধাতব পদার্থ, মোটর গাড়ি, যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ, বস্ত্র, রসায়ন ও রাসায়নিক সামগ্রী প্রভৃতির দাম বৃদ্ধি পাওয়ায় সূচক বেড়েছে। তবে, তামাকজাত সামগ্রী, ফার্মাকিউটিক্যাল ও বোটানিক্যাল সামগ্রীর মূল্য কমেছে। 
 
দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০১১-১২-কে ১০০ হিসেবে ভিত্তি করে গত নভেম্বর মাসে পাইকারি মূল্য সূচক এবং মুদ্রাস্ফীতির চূড়ান্ত হার দাঁড়িয়েছে ১৪৩.৭ এবং ১৪.৮৭ শতাংশ। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1798302) Visitor Counter : 301