কৃষিমন্ত্রক
কৃষিজ পণ্যের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি গ্রহণ
Posted On:
11 FEB 2022 5:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২২
কৃষিকাজ রাজ্যের এক্তিয়ারভুক্ত। দেশে কৃষিজ পণ্যের উৎপাদন বাড়াতে ছোট ও প্রান্তিক কৃষক সহ কৃষক সমাজে আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগে আরও উৎসাহিত দিতে রাজ্য সরকারগুলিকে একাধিক কেন্দ্রীয় সহায়তাপুষ্ট প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হয়ে থাকে। কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ আরও বাড়াতে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচিগুলির মধ্যে রয়েছে এগ্রিকালচার টেকনলোজি ম্যানেজমেন্ট এজেন্সি স্কিম, কৃষি কাজের প্রসারে মাস মিডিয়া সাপোর্ট, কিষাণ কলসেন্টার, এগ্রি-ক্লিনিক এবং এগ্রি-বিজনেস সেন্টার, এগ্রিক্যালচারাল মেকানাইজেশন মিশন প্রভৃতি। সরকার কৃষিজ পণ্যের অনলাইন বিপণনে ই-মার্কেট প্ল্যাটফর্ম বা ই-ন্যাম, সয়েল হেল্থ কার্ড, পার ড্রপ মোর ক্রপ উদ্যান পালনের বিকাশে সুসংহত মিশন রূপায়ণ করছে।
উপরোক্ত কেন্দ্রীয় স্তরের কর্মসূচিগুলি ছাড়াও ভারতীয় কৃষি গবেষণা পর্ষদের আওতায় দেশের বিভিন্ন জেলায় ৭২৯টি কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই কেন্দ্রগুলিতে বিজ্ঞানী বা সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ ব্যক্তিরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে হাতেনাতে প্রশিক্ষণ দিচ্ছেন। কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের ভারতীয় কৃষি গবেষণা পর্ষদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রাপ্ত এই বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে কৃষকদের সচেতন করেন।
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।
CG/BD/AS/
(Release ID: 1797928)