বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
চেন্নাইয়ের এক মহিলা বিজ্ঞানীর চিকিৎসার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান উৎপাদনের জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবনের পর পেটেন্ট লাভ
प्रविष्टि तिथि:
11 FEB 2022 1:18PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১১ ফেব্রুয়ারি, ২০২২
চেন্নাই আইআইটি-র রসায়ন বিভাগের বিজ্ঞানী ডঃ ই পঙ্গুঝালি চিকিৎসার কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশ বান্ধব পদ্ধতিতে উৎপাদনের একটি প্রক্রিয়া উদ্ভাবন করেছেন।তিনি বেন্জোবিথায়োপিন উৎপাদনের নতুন পদ্ধতিটির পেটেন্টও পেয়েছেন।
বাত, হাঁপানি এবং ঘা শুকানোর চিকিৎসার জন্য যে ওষুধগুলি প্রয়োগ করা হয় সেগুলি উৎপাদনে বেন্জোবিথায়োপিন ব্যবহৃত হয়। বর্তমানে ফ্রিডেল-ক্র্যাফ্ট অ্যাক্রিলেশন, মারক্যাপটো অ্যাসেটিক বিক্রিয়া সহ নানা পদ্ধতিতে বেন্জোবিথায়োপিন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াগুলি পরিবেশ বান্ধব নয়। চিকিৎসার কাজে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ উপাদান উৎপাদনের সময় সালফার গ্যাস নির্গত হয়। এছাড়াও পুরনো পদ্ধতিগুলিতে বিস্ফোরণের সম্ভাবনা থাকে।
ডঃ পঙ্গুঝালি সফলভাবে ২-অ্যাসিলবেন্জোবিথায়োপিন উৎপাদন করেছেন যা বেন্জোবিথায়োপিনের সমতুল। এক্ষেত্রে কপার অ্যাসিটেট ও টেট্রাবিউটিল্যামোনিয়াম ক্লোলাইডকে অনুঘটক হিসেবে এবং জলকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ঘরের তাপমাত্রায় ২-অ্যাসিলবেন্জোবিথায়োপিন উৎপাদন করা হয়েছে। কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মহিলা বিজ্ঞানী যোজনায় কর্মরত ডঃ পঙ্গুঝালি জানান, যেহেতু জলের মাধ্যমে প্রয়োজনীয় রাসায়নিক কাজ করা হয়েছে তাই আলাদা কোনো জৈব দ্রাবকের প্রয়োজন হয়নি। এছাড়াও এই পদ্ধতিতে বায়ু দূষিত হয়নি। সিঙ্গল মাদার ডঃ পঙ্গুঝালি জানান, তাঁর জীবন গবেষণা এবং তাঁর পুত্র সন্তানকে ঘিরে আবর্তিত। জীবনে বিভিন্ন বাধা অতিক্রম করার সময় তিনি তাঁর পুত্রের সহযোগিতা পেয়েছেন।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1797901)
आगंतुक पटल : 166