পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জলাভূমি জীববৈচিত্র্য এবং ইকো সিস্টেম পরিষেবাগুলির সমন্বিত ব্যবস্থাপনার জন্য তহবিল বরাদ্দ

Posted On: 10 FEB 2022 1:31PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১০ ফেব্রুয়ারি,  ২০২২

 

গ্লোবাল এনভায়ারমেন্ট ফেসিলিটি(জিইএস)এর আওতায় জলাভূমি জীববৈচিত্র্য এবং ইকো সিস্টেম পরিষেবাগুলির সমন্বিত ব্যবস্থাপনা (আইএমডব্লুইবিইএস) প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে । ৫ বছরের মেয়াদে এই প্রকল্পে ৩১.১৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে । কেরালার সাস্তমকোটা হ্রদ, পাঞ্জাব হরিকে হ্রদ এবং বিহারের কাবর তাল হ্রদ এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে । এর জন্য জিইএফ ট্রাস্ট তহবিল থেকে ১৯.০২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এই প্রকল্প অনুমোদনের পর থেকে নিয়মিত ভিত্তিতে কার্য পরিকল্পনা গ্রহণ ও পর্যবেক্ষণ চালানো হয়ে থাকে । এরজন্য একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এবং ন্যাশনাল প্রজেক্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে । ১৬টি আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি শনাক্তকরণ ও পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য রক্ষায় সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে ।  

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে ।

 

CG/SS/RAB


(Release ID: 1797547) Visitor Counter : 134
Read this release in: Telugu , English , Urdu