আইনওবিচারমন্ত্রক

গরীব মানুষের কাছে সুবিচার পৌঁছে দেওয়া

Posted On: 10 FEB 2022 4:11PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১০ ফেব্রুয়ারি, ২০২২

 

সাধারণ মানুষের কাছে সুলভে দ্রুত সুবিচার পৌঁছে দিতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজের দুর্বলতর শ্রেণীর মানুষকে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন ১৯৮৭-র মাধ্যমে সুবিচার পৌঁছে দেওয়ার সংস্থান রয়েছে। সাধারণ মানুষ যাতে আর্থিক বা অন্যান্য অক্ষমতার কারণে সুবিচার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এছাড়াও প্রচলিত আইনি ব্যবস্থার ওপর চাপ কমাতে 'লোক আদালত' কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহকুমা স্তর থেকে সুপ্রিমকোর্ট পর্যন্ত দরিদ্র মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দিতে আইনি পরিষেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ২০২১-এর এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৬০ লক্ষের বেশি মানুষ নিখরচায় আইনি পরিষেবা পেয়েছেন এবং 'লোক আদালত'গুলির মাধ্যমে ১ কোটি ৩২ লক্ষের বেশি বিবাদের নিষ্পত্তি হয়েছে। সংশোধনাগার, নাবালক বিচার পর্ষদগুলিতে আইনি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এধরণের সহায়তা কেন্দ্রগুলিতে আইনজীবী এবং আইনি স্বেচ্ছাসেবকরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। 

সরকার ১৯৮৭-র আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার আওতায় নিখরচায় আইনি পরিষেবা দিতে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে 'ন্যায়বন্ধু' কর্মসূচি অন্যতম। এই কর্মসূচিতে ৩ হাজারের বেশি আইনি পরামর্শদাতা নথিভুক্ত হয়েছেন এবং সুবিধাভোগীরা ১ হাজার ৪০০টির বেশি মামলা নথিভুক্ত করেছেন। সরকার পঞ্চায়েতগুলিতে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে টেলি-আইনি পরিষেবা দিচ্ছে। এই পরিষেবায় এখনও পর্যন্ত ১৩ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ উপকৃত হয়েছেন। 

রাজ্যসভায় আজ একথা জানান আইন ও বিচারমন্ত্রী শ্রী কিরেণ রিজিজু।

 

CG/BD/AS/



(Release ID: 1797531) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Tamil