কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে ল্যাটেরাল রিক্রুটমেন্ট পদ্ধতিতে বাছাই করা ১০ জন যুগ্মসচিব ও ১৯ জন নির্দেশক কাজ করছেন : কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং

Posted On: 10 FEB 2022 12:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি, ২০২২

 

বিজ্ঞান, প্রযুক্তি ও ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জনঅভিযোগ, পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, ল্যাটেরাল রিক্রুটমেন্ট পদ্ধতিতে যুগ্মসচিব, নির্দেশক ও উপ-সচিব পদের জন্য ২৯ জনকে বাছাই করা হয়েছে। এরা নিজেদের পারদর্শিতাকে যাতে কাজে লাগাতে পারেন, তা বিবেচনা করে কেন্দ্র তাঁদের নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করেছে। 

রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে ডাঃ সিং জানান, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন স্বচ্ছভাবে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিজ্ঞাপনের মাধ্যমে আবেদনপত্র চাওয়া হয়। বেসরকারি ক্ষেত্র থেকে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের চুক্তি-ভিত্তিক নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত সংস্থা, বিশ্ববিদ্যালয়, স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান থেকে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা তিন বছরের সময়কালে সংশ্লিষ্ট পদের দায়িত্ব সামলাবেন। এই পদ্ধতিতে ২০১৯ সালে ৭ জন এবং ২০২১ সালে ৩ জন যুগ্মসচিব পদে নিযুক্ত হয়েছেন। ২০২১ সালে ১৯ জন নির্দেশক পদে কাজের জন্য নির্বাচিত হয়েছেন। এরা বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে তাঁদের দায়িত্ব পালন করছেন। নির্বাচিতদের তালিকা দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797133.

 

CG/CB/SB


(Release ID: 1797349) Visitor Counter : 159
Read this release in: English , Urdu , Marathi , Malayalam