বস্ত্রমন্ত্রক

এআইইউএফএস ও পাওয়ারটেক্স ইন্ডিয়ার মাধ্যমে বস্ত্র শিল্পের এমএসএমই ও ক্ষুদ্র উৎপাদন সংস্থাগুলিকে বস্ত্র মন্ত্রক ৩১৪ কোটি ৮০ লক্ষ টাকার ভর্তুকি দিয়েছে

Posted On: 09 FEB 2022 4:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২২

 

এমএসএমই ও ক্ষুদ্র বস্ত্র শিল্প সংস্থাগুলিকে এআইইউএফএস এবং পাওয়ারটেক্স ইন্ডিয়ার মাধ্যমে সহায়তা করা হয়ে থাকে। বস্ত্র মন্ত্রক এই সব সংস্থাকে ভর্তুকি দেয়।   

অ্যামেন্ডেড টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড স্কিম বা এআইইউএফএস প্রকল্পের আওতায় পরিধেয় বস্ত্র এবং শিল্প সংস্থায় ব্যবহৃত কাপড় তৈরি করা হয়।  এধরণের প্রতিষ্ঠানের কারিগরি মানোন্নয়নের জন্য মোট ব্যয়ের ১৫ শতাংশ অর্থ  কেন্দ্র সহায়তা করে থাকে । তবে, যে সব শিল্পের মানোন্নয়ন বাবদ সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত ব্যয় করা হয়, তারাই এই প্রকল্পের সুবিধা পায়। বস্ত্র বয়নের যন্ত্রপাতি, পাট ও রেশমের প্রক্রিয়াকরণ এবং অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য ১০ শতাংশ অর্থ সাহায্য করা হয়ে থাকে। এ ক্ষেত্রেও যারা মানোন্নয়নের জন্য সর্বোচ্চ ২০ কোটি টাকা ব্যয় করে, তারাই এই সুবিধা পায়। এই প্রকল্পের সূচনা হয়েছে ২০১৬-র জানুয়ারি থেকে। আগামী মার্চ মাস পর্যন্ত এটি কার্যকর থাকবে।   

কেন্দ্র, পরিকাঠামোর মানোন্নয়ন, সুতো সঞ্চয় প্রকল্প এবং বিকেন্দ্রীকৃত বস্ত্রবয়ন শিল্পকে শক্তিশালী করার জন্য পাওয়ারটেক্স ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা করেছে। এই প্রকল্পের সময়সীমা ছিল ২০১৭-র এপ্রিল থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত। এআইইউএফএস কর্মসূচির মাধ্যমে ৭৮৫টি শিল্প সংস্থা উপকৃত হয়েছে। সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলিকে মোট ৩১৪ কোটি ৮০ লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়া হয়েছে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা জারদোস।

 

CG/CB/SKD/



(Release ID: 1797056) Visitor Counter : 92


Read this release in: English , Urdu