মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিক্ষাকে গ্রামীন উন্নয়নের সঙ্গে একত্রিত করা হয়েছে

Posted On: 09 FEB 2022 2:25PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৯ ফেব্রুয়ারি,  ২০২২


জাতীয় শিক্ষানীতি ২০২০-তে শিক্ষা ক্ষেত্রে কৃষির গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে । স্থানীয় পেশা, জ্ঞান, দক্ষতা যেমন – স্থানীয় শিল্পকর্ম, সঙ্গীত, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা এবং অন্যান্য বৃত্তিমূলক কারুশিল্পের প্রচারের উদ্দেশে বিদ্যালয় বা বিদ্যালয় প্রাঙ্গনে ‘মাস্টার প্রশিক্ষক’ নিযুক্ত করা হয়েছে । শিক্ষাদানের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । জাতীয় শিক্ষা নীতিতে বিদ্যালয়ের পাঠ্যক্রমে বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্যান্য বিষয়ের সঙ্গে কৃষিকাজকেও যুক্ত করা হয়েছে । জাতীয় শিক্ষানীতি ২০২০-র আওতায় জাতীয় পাঠ্যক্রম পরিকাঠামোয় কৃষিকাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে ।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ।

 

CG/SS/RAB


(Release ID: 1797055) Visitor Counter : 97