বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

মোটর চালিত ডি- হাস্কিং এবং তেল নিষ্কাশন যন্ত্রের সাহায্যে সহজে পোঙ্গামিয়া সংগ্রহ এবং তা প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব জ্বালানি উৎপাদন বৃদ্ধিতে আত্মবিশ্বাস গড়ে তোলে

Posted On: 08 FEB 2022 3:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২২
 
ফিড স্টক উৎপাদনে কৃষক সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ১৭৫ গিগাওয়াট নন ফসিল জ্বালানির লক্ষ্য পূরণে সাহায্য করবে।
একটি সম্ভাবনাপূর্ণ জৈব জ্বালানি মূলক ফসল পোঙ্গামিয়া, যাকে করঞ্জ বা হঙ্গে বলা হয়, এটি সংগ্রহ  করতে কৃষকরা খুব বেশি আগ্রহ দেখায় না। তাই মোটর চালিত ডি-হাস্কিং যন্ত্রের মাধ্যমে এর সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করার প্রয়োজন হয়ে পড়েছিল।
 
পোঙ্গামিয়া ডিকোরটিকেটর যন্ত্রটি বৈদ্যুতিক মোটরের উপর চলে। এটি উদ্ভিজ বীজ থেকে তেল নিষ্কাশন করার যন্ত্র। এই যন্ত্রের কার্যক্ষমতা প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ। জৈব তেল প্রক্রিয়াকরণে এটি খুবই কার্যকরী।
 
 
CG/ SB

(Release ID: 1796699) Visitor Counter : 141


Read this release in: English , Hindi