স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে অসংক্রামক ব্যাধির পরিসংখ্যান

Posted On: 08 FEB 2022 12:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২২

 

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, আই সি এম আর দ্বারা ২০১৭ সালে " ইন্ডিয়া: হেলথ অফ দ্য নেশন স্ট্যাটাস"- দ্য ইন্ডিয়া স্টেট লেভেল ডিজিজ বার্ডেন ইনিশিয়েটিভের সমীক্ষা অনুযায়ী, অনুমান করা হয়েছে যে ভারতে অসংক্রামক রোগের কারণে মৃত্যুর অনুপাত বেড়েছে। ১৯৯০ সালে এই অনুপাত ছিল ৩৭.৯ শতাংশ। ২০১৬ সালে তা বেড়ে হয়েছে ৬১.৮ শতাংশ। চারটি প্রধান অসংক্রামক রোগ বা নন- কমিউনিকেবল ডিজিজ হচ্ছে, কার্ডিওভাসকুলার ডিজিজ, ক্যান্সার, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ এবং ডায়াবেটিস। এগুলি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক ক্রিয়া-কলাপ কমে যাওয়া এবং তামাক বা অ্যালকোহল ব্যবহারের ফলে হতে পারে।

সমীক্ষায় দেখা গেছে যে-

কার্ডিওভাসকুলার ডিজিজ- ১৯৯০- এ ছিল ২.৯ শতাংশ।

২০১৬-তে তা বেড়ে হয়েছে-৬.৬ শতাংশ।

ক্রনিক রেস্পিরাটরি ডিজিজেস- ১৯৯০-এ ছিল-২.৭ শতাংশ।

২০১৬-তে হয়েছে-৪.৪ শতাংশ।

ডায়াবেটিস- ১৯৯০-তে ছিল-০.৭ শতাংশ। ২০১৬-তে তাপ বৃদ্ধি পেয়ে হয়েছে ২.২ শতাংশ।

ক্যান্সার ( স্তন বা ব্রেস্ট)- ১৯৯০ সালে ছিল- ০.৭ শতাংশ। ২০১৬ সালে তা বেড়ে হয়েছে ০.৯ শতাংশ।

ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ক্যান্সার ডায়াবেটিস কার্ডিওভাসকুলার ডিজিজ এন্ড স্ট্রোক, যেটি ২০১০ সালে গঠন করা হয়েছিল, এর আওতায় বর্তমানে জেলা পর্যায়ে ৬৭৭ টি ক্লিনিক রয়েছে। এছাড়া রয়েছে, ১৮৭ টি জেলা পর্যায়ের কার্ডিয়াক কেয়ার ইউনিট, ২৬৬ টি জেলা ডে কেয়ার সেন্টার এবং ৫৩৯২ টি নন কমিউনিকেবল ডিজিজ ক্লিনিকস।

আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার এই তথ্য জানিয়েছেন।

 

CG/ SB



(Release ID: 1796592) Visitor Counter : 404


Read this release in: English , Urdu , Tamil