স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে শিশু এবং মাতৃমৃত্যুর হার
Posted On:
08 FEB 2022 12:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২২
ভারতের রেজিস্ট্রার জেনারেলের স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেমের পরিসংখ্যান অনুযায়ী জাতীয় পর্যায়ে শিশু মৃত্যুর সংখ্যা ২০১৫ সালে প্রতি হাজারে ৩৭ থেকে কমে ২০১৯-এ তা প্রতি হাজারে ৩০-এ নেমে এসেছে।
দেশে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংখ্যা ছিল নিম্নরূপ-
২০১৫- ২৬
২০১৬- ২৫
২০১৭- ২৪
২০১৮-২২
২০১৯-২০
ভারতের রেজিস্টার জেনারেল এর স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম এর তথ্য অনুযায়ী দেশে মাতৃমৃত্যুর হার ২০১৫-১৭-র মধ্যে যেখানে ছিল ৮.১ শতাংশ, ২০১৬-১৮-তে তা কমে দাঁড়িয়েছে ৭.৩ শতাংশ।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হার যথাক্রমে-২০১৫-১৭-তে- ৫.০ এবং ২০১৬-১৮-তেও ৫.০ শতাংশ।
সরকার দেশে শিশু এবং মাতৃমৃত্যুর হার কমাতে বহুবিধ ব্যবস্থা গ্রহণ করেছে।
মাতৃ মৃত্যুর হার কমাতে জননী সুরক্ষা যোজনা, জননী শিশু সুরক্ষা কার্যক্রম, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, সহ বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রভীন পাওয়ার এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1796591)
Visitor Counter : 3475