প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির নিগমীকরণ

Posted On: 07 FEB 2022 4:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ই ফেব্রুয়ারী , ২০২২

 

কেন্দ্র পূর্বতন অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের স্বার্থ রক্ষায় অঙ্গীকার বদ্ধ, এই বিষয়টি বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আলোচনার সময় উল্লেখ করা হয়েছে। সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে

এখন পর্যন্ত নতুন প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিতে কর্মচারীরা ডেপুটেশনে রয়েছেন বলে গণ্য করা হবে। কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো, ভাতা, ছুটির সুবিধা, চিকিৎসা সংক্রান্ত নানা সুযোগ সুবিধা এবং অন্যান্য চাকরি সংক্রান্ত শর্তাবলী নতুন সংস্থাগুলিতে কর্মরত অব্যহত থাকবে।  

অবসর ভাতা সংক্রান্ত ব্যয়ভার কেন্দ্র বহন করবে। ২০০৪ সালের পয়লা জানুয়ারীর পর যাঁরা চাকরি পেয়েছেন, তাদের জন্য জাতীয় পেনশন প্রকল্প কার্যকর হয়ে থাকে। প্রতিরক্ষা সংক্রান্ত নতুন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি জাতীয় পেনশন প্রকল্পের আওতায় আগের মতোই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।  

অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কর্মচারীদের সংগঠনগুলির সঙ্গে মন্ত্রক বিভিন্ন সময়ে নানা বিষয় নিয়ে আলোচনা করেছে। কর্মচারীদের চাকুরী সংক্রান্ত বিভিন্ন শর্তাবলী নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, মন্ত্রক সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে। নতুন প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিতে কেন্দ্রীয় সরকারী কর্মীরা ডেপুটেশনে আছেন বলে গণ্য করা হবে। প্রাথমিকভাবে ২০২১ সালে পয়লা অক্টোবর থেকে ২ বছর পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। যে সাতটি নতুন নিগম তৈরি হয়েছে, তারা ১১৫টি কাজের বরাত পেয়েছে। এর মোট অর্থমূল্য ৭৯৮৩৪ কোটি ৫ লক্ষ টাকা।  

রাজ্যসভায় আজ শ্রী বিনয় বিশ্বমের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট।

 

CG/CB/SFS


(Release ID: 1796353) Visitor Counter : 105
Read this release in: English , Urdu