কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিতক্ত কয়লা খনিতে পরিবেশ বান্ধব বিষয়সমূহের ব্যবহার

Posted On: 07 FEB 2022 5:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ ফেব্রুয়ারি, ২০২২
 
দেশে বন্ধ, পরিতক্ত এবং বাতিল কয়লাখনির পরিসংখ্যান-
 
১ লা এপ্রিল,২০২১ পর্যন্ত পাওয়া হিসাব।
 
ইসিএল- মোট সংখ্যা-৮৪।
 
বিসিসিএল- মোট সংখ্যা-৪২।
 
সিসিএল-মোট সংখ্যা-২৯।
 
এনসিএল-মোট সংখ্যা-১।
 
ডাবলুসিএল- মোট সংখ্যা-৫৬।
 
এসইসিএল- মোট সংখ্যা-৬৬।
 
এমসিএল- মোট সংখ্যা- ২।
 
এনইসি- মোট সংখ্যা-৪।
 
এসসিসিএল-মোট সংখ্যা-৯।
 
নিরাপত্তা জনিত কারণ, কয়লার পরিমাণ কমে যাওয়া সহ প্রতিকূল ভূখনির অবস্থা ও আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে এই খনি গুলি বন্ধ, পরিতক্ত অথবা বাতিল করা হয়েছে।
 
এইসব খনি গুলিতে ফ্লাই অ্যাশ ভর্তি করা হয়েছে।
 
এর পাশাপাশি সেখানেই ইকো এবং মাইন ট্যুরিজম পার্কের উন্নয়ন করা হচ্ছে।
 
এছাড়া বনায়ন ও মৎস্যচাষ সহ অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে।
 
কোল ইন্ডিয়া লিমিটেড ওইসব এলাকায় সৌর বিদ্যুৎ প্রকল্পের সম্ভাবনা রয়েছে কিনা তাও বিবেচনা করে দেখছে।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কয়লা সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশি এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB

(Release ID: 1796347) Visitor Counter : 202


Read this release in: English , Urdu