বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

মনোসংযোগে ব্যাঘাত ঘটার ক্ষেত্রে স্বর্ণজয়ন্তী ফেলো প্রাপকদের কৌশলগত উদ্ভাবন সঠিক চিকিৎসা পদ্ধতির মানোন্নয়নের পথ আরও প্রশস্ত করবে

Posted On: 03 FEB 2022 2:05PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৩ ফেব্রুয়ারি, ২০২২
 
ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠানের সেন্টার ফর নিউরো সায়েন্স অ্যান্ড অ্যাসোসিয়েট ফ্যাকাল্টি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন বিভাগের শ্রীধরণ দেবরাজন একজন সহকারী অধ্যাপক। তিনি ২০২১ সালে স্বর্ণজয়ন্তী ফেলোশিপ সম্মানে ভূষিত হয়েছিলেন। অধ্যাপক দেবরাজন মস্তিস্কের নিউরাল মেকানিজম যা একজন মানুষের মনোসংযোগে মধ্যস্থতা করে, সেই মনোসংযোগের বিভিন্ন অসুস্থতার সঠিক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের কাজে যুক্ত রয়েছেন। 
 
অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মনোসংযোগ করার এক অসাধারণ ক্ষমতা মানব মস্তিস্কে রয়েছে। অবশ্য, মনোসংযোগের আচরণগত বিভিন্ন দিক নিয়ে বহু দশক ধরে গবেষণা হয়ে আসছে। মস্তিস্ক কিভাবে মনোসংযোগ করে সে সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই। ঠিক এই বিষয়গুলি খুঁজে বের করতেই অধ্যাপক দেবরাজন কাজ করে চলেছেন। তিনি মস্তিস্কের সেই বিষয়গুলিকে চিহ্নিত করতে চাইছেন, যা অপ্রাসঙ্গিক তথ্যকে উপেক্ষা করে প্রয়োজনীয় বিষয়ে মনোসংযোগে সাহায্য করে থাকে। একই সঙ্গে মনোসংযোগে বিঘ্ন ঘটার কারণগুলিও খুঁজে বের করার চেষ্টা করছেন। অধ্যাপক দেবরাজন তাঁর অধ্যয়নে মস্তিস্কের সেই সমস্ত দিকগুলিকে চিহ্নিত করার চেষ্টা করছেন, যা মনোসংযোগ করতে সহায্য করে। সম্প্রতি আর একটি গবেষণায় অধ্যাপক দেবরাজন প্রমাণ করার চেষ্টা করেছেন যে, বিরক্তিকর বিভিন্ন বিষয় মনোসংযোগ করার ক্ষমতাকে প্রভাবিত করে। মস্তিস্কে মনোসংযোগ কিভাবে কাজ করে তা বিশ্লেষণ করার জন্য অধ্যাপক দেবরাজনের নেতৃত্বাধীন একটি দল বিভিন্ন গাণিতিক ও গণনামূলক মডিউল তৈরি করেছে। এই গবেষণাপত্রটি পিএলওএস কম্পিউটেশনাল বায়োলজি সহ একাধিক মর্যাদাপূর্ণ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণা সম্পর্কে অধ্যাপক দেবরাজন বলেছেন, পরীক্ষাগারে মস্তিস্কে মনোসংযোগের বিভিন্ন কারণ আরও বিশদে বোঝার ও উপলব্ধি করার চেষ্টা চলছে। মনোসংযোগের কারণ ও ব্যাঘাত ঘটার বিষয়ে আরও বিশদে জানতে একটি ত্রিমুখী পন্থা অবলম্বন করা হবে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1795229) Visitor Counter : 132


Read this release in: English , Hindi , Punjabi