জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

বন্যা পূর্বাভাসের সমস্যা

प्रविष्टि तिथि: 03 FEB 2022 4:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারি, ২০২২
 
আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য নদীগুলিতে বন্যার পূর্বাভাস দেওয়া হয় কেন্দ্রীয় জল কমিশনের মাধ্যমে। স্বল্প পরিসরের পূর্বাভাস এবং গাণিতিক মডিলিং-এর পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে ৫ দিনের অগ্রিম বন্যা পরামর্শ জারি করা হয়ে থাকে। বন্যার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। নির্ভুল আবহাওয়া (বৃষ্টি) পূর্বাভাসের উপর নির্ভর করে এই পরামর্শ জারি করা হয়। জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাবের কারণে স্বল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে বৃষ্টিপাতের দরুণ বন্যার পূর্বাভাসের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। 
 
বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি ব্যবস্থাপনা, জিওগ্রাফিকাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস), ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন সহ নানা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা এবং এই ব্যবস্থাপনা উন্নতি-সাধনের প্রয়াস চালানো হচ্ছে। 
 
বন্যা পূর্বাভাস নেটওয়ার্কের সম্প্রসারণ – কেন্দ্রীয় জল কমিশন বন্যা পূর্বাভাস নেটওয়ার্কের পরিধি বিস্তার করেছে। নদীর তীরে গ্রাম/শহরের জন্য ১৯৯টি পূর্বাভাস কেন্দ্র, বাঁধ ও ব্যারেজের জন্য ১৩২টি জল প্রবাহের পূর্বাভাস কেন্দ্র সহ মোট ৩৩১টি বন্যা পূর্বাভাস কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ২৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ২০টি নদী উপত্যকায় বন্যা প্রতিরোধে সংশ্লিষ্ট রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। 
 
বন্যা পূর্বাভাস ব্যবস্থাপনার আধুনিকীকরণ – অন্ধ্রপ্রদেশ সহ দেশের অন্যান্য রাজ্যে প্রধান নদী অববাহিকাগুলির জন্য ৫ দিন আগে পর্যন্ত বন্যার পূর্বাভাস জারি করা হয়ে থাকে। প্রতি তিন ঘন্টা অন্ত পূর্বাভাসের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়। 
 
বন্যার পূর্বাভাসের বিষয়ে প্রচার ব্যবস্থাপনার আধুনিকীকরণ – একটি সুনির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে বন্যার পূর্বাভাসের প্রচার করা হয়ে থাকে। সেই ওয়েবসাইটটিকেও আধুনিক করা হয়েছে। প্রতিদিনের বন্যা পরিস্থিতির বিষয়ে প্রতিবেদন সহ নানা তথ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি, সাধারণ মানুষের সঙ্গেও তথ্য ভাগ করে নেওয়া হয়। 
 
নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানে দ্বিপাক্ষিক চুক্তি করা হয়েছে। ন্যাশনাল ওয়াটার ইনফরম্যাটিকস্‌ সেন্টারের আওতায় কমন ডেটা প্ল্যাটফর্ম, ওয়াটার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে। 
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন, কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী বিশ্বেশ্বর টুডু। 
 
CG/SS/SB

(रिलीज़ आईडी: 1795227) आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil