সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

পরিবহন ক্ষেত্রকে কার্বন মুক্ত করা

Posted On: 02 FEB 2022 3:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ ফেব্রুয়ারি, ২০২২
 
পরিবহন ক্ষেত্রকে পরিবেশবান্ধব মাধ্যমে পরিণত করতে এবং কার্বন নির্গমন কম করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক বিকল্প জ্বালানির জন্য একটি মাস বা গণ এমিশন স্ট্যান্ডার্ডের বিজ্ঞপ্তি জারি করেছে।
 
গ্যাসোলিনের সাথে ইথানলের মিশ্রন ( ই-১০, ই-১২, ই-১৫, ই-২০) ছাড়াও ফ্লেক্স ফুয়েল ( ই-৮৫ বা ই-১০০) এবং ডিজেল গাড়ির ক্ষেত্রে ইথানলের মিশ্রন ( ইডি-৯৫) ও বায়ো ডিজেল, বায়ো সিএনজি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, মিথানল- এম-১৫ বা এম-১০০ ছাড়াও মিথানল এমডি-৯৫ এম-৮৫ ও ডাইমিথাইল ইথার ( ডিএমই বা ডি-১০০) হাইড্রোজেন ফুয়েল সেল ভেহিকেল হাইড্রোজেন সিএনজি ব্যবহারের কথা বলা হয়েছে।
 
দেশে বৈদ্যুতিক গাড়ির গতিশীলতার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের গৃহীত পদক্ষেপ গুলি নিম্নরূপ-
 
১) দেশে বৈদ্যুতিক যানবাহন চলাচলকে উৎসাহ দিতে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যার নম্বর- জি এস আর-১৬৭(ই)। এ তারিখ হচ্ছে, ১ লা মার্চ, ২০১৯।
 
২) সরকার ২০১৮ সালের ৭ই আগস্ট জি এস আর-৭৪৯(ই)-র মাধ্যমে ব্যাটারি চালিত গাড়ির রং এর কথাও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে।
 
৩) সরকার( এস ও ৫৩৩(ই) গত ১৮ই অক্টোবর ২০১৮-তে অনুযায়ী ইথানল এবং মিথানল চালিত সড়ক পরিবহনের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করেছে।
 
৪) ২০২১ সালের ২রা আগস্ট, মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাটারি চালিত গাড়িতে ব্যাটারি সম্পর্কিত বিষয় নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
 
৫) কেন্দ্র সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে বৈদ্যুতিক যানবাহন, বিশেষত গণপরিবহন ক্রয়ের জন্য উপদেশ দিয়েছে।
 
৬) ব্যাটারি ছাড়া বৈদ্যুতিক যানবাহনের নিবন্ধীকরণ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
 
৭) সরকার গত ১৬ই জুন ২০২১ তারিখে একটি বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলোতে ব্যাটারিচালিত গাড়ি ক্রয়কে উৎসাহিত জন্য আহ্বান জানিয়েছে।
 
রাষ্ট্রসঙ্ঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ২০২১-এর রিপোর্ট অনুযায়ী যানবাহন থেকে নির্গত গ্রীন হাউজ গ্যাস  নির্গমনের পরিমান জানানো হয়েছে।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB


(Release ID: 1794915) Visitor Counter : 166


Read this release in: English , Urdu , Tamil