প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহন ক্রীড়া বিভাগে উপযুক্ত ছেলেদের সামিল করার জন্য মীরাট ক্যান্টনমেন্টে বয়েজ স্পোর্ট কোম্পানি, আরভিসি সেন্টার অ্যান্ড কলেজে ৮-১২ই ফেব্রুয়ারি বিশেষ র‍্যালি

Posted On: 01 FEB 2022 10:04AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২২
 
আগামী দিনে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলি থেকে আরও বেশি সাফল্য ও পদক জয়ের সম্ভাবনা বাড়াতে প্রতিভাবানদের যথাযথ প্রশিক্ষণ দিতে মীরাট ক্যান্টনমেন্টে আরভিসি সেন্টার অ্যান্ড কলেজে বয়েজ স্পোর্টস কোম্পানি গড়ে তোলা হয়েছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ উদ্যোগে এই কোম্পানি গড়ে তোলা হয়েছে। ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহন ক্রীড়া বিভাগে প্রতিভাবান ছেলেদের খুঁজে বের করার জন্য আগামী ৮-১২ই ফেব্রুয়ারি পর্যন্ত মীরাট ক্যান্টনমেন্টে আরভিসি সেন্টার অ্যান্ড কলেজে একটি র‍্যালিরও আয়োজন করা হয়েছে।
 
এই র‍্যালিতে যোগ দেওয়া ছেলেদের দৈহিক ক্ষমতা ও কারিগরি দক্ষতা যাচাই করে দেখা হবে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রশিক্ষক, বিশেষ পর্যবেক্ষক ও আধিকারিকরা র‍্যালিতে অংশগ্রহণকারীদের যোগ্যতা মান যাচাই ইকরবেন। উপযুক্ত নির্বাচন কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন আসার পরই যোগ্য ছেলেদের অশ্বারোহন বিভাগে সামিল করা হবে। র‍্যালিতে ৮-১৪ বছর বয়সী ছেলেরা অংশগ্রহণ করতে পারবে। ২০০৮-এর ৮ই ফেব্রুয়ারি থেকে ২০১৪’র ৮ই ফেব্রুয়ারির মধ্যে যাদের জন্ম হয়েছে, তারা র‍্যালিতে অংশগ্রহণের সুযোগ পাবে। অবশ্য, অশ্বারোহন ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অসাধারণ সাফল্য অর্জনকারী ১৫-১৬ বছর বয়সী ছেলেরাও র‍্যালিতে অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষাগত মাপকাঠি নির্ধারিত হয়েছে ন্যূনতম চতুর্থ শ্রেণী উত্তীর্ণ এবং সর্বোচ্চ সপ্তম শ্রেণী উত্তীর্ণ। একই সঙ্গে, ইংরাজী ও হিন্দিতে দখল থাকতে হবে। অংশগ্রহণকারী ছেলেদের বৈধ জন্ম শংসাপত্র, বিদ্যালয় অ্যাডমিট কার্ড, বৈধ বসবাস শংসাপত্র, বিদ্যালয় শংসাপত্র বা মার্কশিটের প্রকৃত কপি, চারিত্রিক শংসাপত্র, সর্বশেষ ১০টি পাসপোর্ট সাইজের ফটো, অশ্বারোহনের বিভিন্ন সরঞ্জাম প্রভৃতি সঙ্গে আনতে হবে। 
সম্পূর্ণ মেধার ভিত্তিতে ছেলেদের ইকুস্ট্রিরিয়ান বা অশ্বারোহন বিভাগে সামিল করা হবে। এই র‍্যালি সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে : 
 
Officer Commanding,
Boys Sports Company
RVC Center and College,
Meerut Cantt - 250001
Uttar Pradesh
 
 
CG/BD/SB

(Release ID: 1794323) Visitor Counter : 166


Read this release in: English , Urdu , Hindi , Tamil