প্রতিরক্ষামন্ত্রক
আন্দামান ও নিকোবর কমান্ডের তিন বাহিনীতে উন্নতমানের হাল্কা হেলিকপ্টার এমকে থ্রি অন্তর্ভুক্ত হয়েছে
Posted On:
28 JAN 2022 2:37PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ জানুয়ারি, ২০২২
সামুদ্রিক নিরাপত্তাকে শক্তিশালী করে তুলতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত উন্নতমানের হাল্কা হেলিকপ্টার এমকে থ্রি আনুষ্ঠানিকভাবে আন্দামান ও নিকোবর কমান্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। পোর্টব্লেয়ারে ২৮শে জানুয়ারি লেফটেন্যন্ট জেনারেল অজয় সিং আইএনএস উৎকর্ষতে এই হেলিকপ্টার অনুর্ভুক্ত করেছেন। এর ফলে, আন্দামান ও নিকোবর কমান্ড আরও শক্তিশালী হল।
হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এমকে থ্রি তৈরি করেছে। কেন্দ্রের আত্মনির্ভর ভারত অভিযানের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিরক্ষা বাহিনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টারগুলি অন্তর্ভুক্ত হল। হ্যাল এপর্যন্ত ৩০০টির বেশি এধরণের হেলিকপ্টার সরবরাহ করেছে। এই হেলিকপ্টারে কাঁচের ককপিট, ‘শক্তি’ ইঞ্জিন, সমুদ্রে টহল দেবার জন্য অত্যাধুনিক ব়্যাডার, ইলেক্ট্রো অপ্টিক্যাল পেলোড এবং রাতে দেখা যেতে পারে এধরণের যন্ত্রাংশ রয়েছে। হেলিকপ্টার অন্তর্ভূক্তির পর লেফটেন্যান্ট জেনারেল অজয় সিং জানান, অত্যাধুনিক এই হেলিকপ্টারগুলি অন্তর্ভূক্তির মধ্য দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠতে সুবিধে হবে এবং এই অঞ্চলে শান্তি বজায় থাকবে।
CG/CB/SKD/
(Release ID: 1793385)
Visitor Counter : 150