বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রযুক্তির মাধ্যমে পরিবেশে থাকা কার্বন সংগ্রহ করে সেটি ব্যবহার করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধানের বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মধ্যে আলাপ-আলোচনা

प्रविष्टि तिथि: 22 JAN 2022 5:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের শক্তি বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে কার্বন নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় পরিবেশ থেকে কার্বন সংগ্রহ করে, সেটিকে প্রযুক্তির মাধ্যমে কাজে লাগানোর জন্য বিশেষজ্ঞরা আলোচনা করেছেন।  

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ এস চন্দ্রশেখর জানান, সদ্য সমাপ্ত গ্লাসগো কপ-২৬ সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বে দ্রুততম বিকাশ অর্থনীতির দেশ হিসাবে ভারত জলবায়ু পরিবর্তনের বিষয়ে কি কি উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁর মন্ত্রক কার্বন সংগ্রহ করে সেটি ব্যবহারের জন্য কোন ধরনের প্রযুক্তিকে কাজে লাগানো যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। একাজে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের শক্তি বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছে, যা  চলবে আগামী ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত। মার্কিন শক্তি বিভাগের জীবাশ্ম জ্বালানী ও কার্বন ব্যবস্থাপনা দপ্তরের ডঃ জেনিফার উইলককস জানান, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে এবং স্বচ্ছ জ্বালানী ব্যবহারের জন্য নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। একাজে ভারতকে তিনি গুরুত্বপূর্ণ অংশদার বলে বর্ণনা করেন। আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রের শিক্ষাবিদ, গবেষক, বিশেষজ্ঞ ও নীতি-নির্ধারকরাও উপস্থিত ছিলেন। কার্বন নিঃসরণ সম্পূর্ণ বন্ধ করতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে আগামী দিনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।   

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1791900) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Telugu