বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ভারত ও ডেনমার্ক গ্রিন হাইড্রোজেন সহ সবুজ জ্বালানি ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে

Posted On: 19 JAN 2022 4:07PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৯ জানুয়ারি,  ২০২২
 
ভারত ও ডেনমার্ক যৌথ বিজ্ঞান এবং প্রযুক্তি কমিটির বৈঠকে গ্রিন হাইড্রোজেন সহ সবুজ জ্বালানি ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়ন শুরু করার বিষয়ে সহ মত পোষণ করেছে। পাশাপাশি এই ভার্চুয়াল বৈঠকে যৌথ কমিটি ভবিষ্যতের সবুজ সমাধান-সবুজের লক্ষ্যে গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগের জন্য কৌশল-বিজ্ঞান, উভয় দেশের প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে জাতীয় কৌশল গ্রহণ এবং উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেছে । 
 
আলোচনায় উভয় দেশের প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে জলবায়ু পরিবর্তন রোধ, সবুজ সংরক্ষণ, খাদ্য অপচয় রোধ সহ একাধি বিষয়ে গবেষণা উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয় । পাশাপাশি গ্রিন হাইড্রোজেন সহ সবুজ জ্বালানি ক্ষেত্রের বিষয়ে আরও বেশি করে প্রচার করা প্রয়োজন রয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয় । উল্লেখ্য, এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপদেষ্টা  শ্রী এস কে ভার্শন, উভয় দেশের  রাষ্ট্রদূত, ডেনমার্ক সরকারের উচ্চশিক্ষা ও বিজ্ঞান দফতরের উপ-অধিকর্তা সহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন ।   
 
CG/SS/RAB


(Release ID: 1791078) Visitor Counter : 180


Read this release in: English , Urdu , Hindi , Tamil