বিদ্যুৎমন্ত্রক

বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের জন্য অঙ্গীকারবদ্ধ রাজ্যগুলিকে বাজার থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের সুযোগ

Posted On: 18 JAN 2022 4:16PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮  জানুয়ারি, ২০২২

                               

কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২০২১এর জুন মাসে যেসব রাজ্য বিদ্যুৎ ক্ষেত্রে নির্দিষ্ট সংস্কার বাস্তবায়িত করবে তাদের জন্য বাজার থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছে। বিদ্যুৎ মন্ত্রকের এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে আরইসি লিমিটেড।  

বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ নিলে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ০.৫ শতাংশ অর্থ অতিরিক্ত ঋণ বাবদ নেওয়া যাবে। এই প্রকল্পের প্রথম বছরে ঋণ সংক্রান্ত বিভিন্ন শর্তাবলী কিছুটা জটিল ছিল। পরবর্তীতে শর্তগুলিকে খানিকটা সহজ করা হয়েছে এবং বাজার থেকে আরও বেশি পরিমাণে ঋণ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

বর্তমান অর্থবর্ষে প্রায় ২০টি রাজ্য প্রকল্পটির সুবিধা নিতে আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশকে এই প্রকল্পের সুবিধা দিতে বিদ্যুৎ মন্ত্রক অর্থমন্ত্রককে সুপারিশ করেছে। এরফলে অন্ধ্রপ্রদেশ ২ হাজার ১০০ কোটি টাকা ঋণ নিতে পারবে। মণিপুর এবং রাজস্থানের প্রস্তাবগুলিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য গত বছর এই প্রকল্পের নিয়মাবলীতে সামান্য পরিবর্তন থাকলেও ২৪টি রাজ্য এর সুবিধা গ্রহণ করে। রাজ্যগুলি অতিরিক্ত ১৩ হাজার কোটি টাকা ঋণ বাবদ নিয়েছে। এই প্রকল্পের বিষয়ে জানার পর বিভিন্ন রাজ্য প্রয়োজনীয় সংস্কার সাধনে উদ্যোগী হয়েছে।  প্রকল্পের সুবিধা নিতে হলে রাজ্যগুলিকে : নির্দিষ্ট সময়ে বার্ষিক হিসাব-নিকাশ প্রকাশ করতে হবে, রাজস্ব সংক্রান্ত আবেদন নির্দিষ্ট সময়ে জমা দিতে হবে, শুল্ক সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করতে হবে,  ইউনিট পিছু ভর্তুকির পরিমাণ সম্পর্কে জানাতে হবে, নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে, বন্টন সংস্থাকে আরও শক্তিশালী করতে হবে। বিদ্যুৎ মন্ত্রক সংস্কার ভিত্তিক বিভিন্ন উদ্যোগ বিবেচনা করার পর রাজ্যগুলি বাজার থেকে অতিরিক্ত অর্থ ঋণ বাবদ সংগ্রহ করতে পেরেছে।

বর্তমান সময়ে ডিডিইউজিজেওয়াই, আইপিডিএস, সৌভাগ্য সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে  বিদ্যুৎ ক্ষেত্রে পরিকাঠামো মানোন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র বিদ্যুৎ ক্ষেত্রকে আরও প্রসারিত করতে এবং দক্ষভাবে কাজ করার ক্ষেত্রে নির্দেশ দিয়েছে। এরফলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য রাজ্যগুলি নানা সংস্কারমূলক পদক্ষেপ কার্যকর করছে।

 

CG/CB /NS



(Release ID: 1790765) Visitor Counter : 147