ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

আগামীকাল সেনা দিবসে লঙ্গেওয়ালায় খাদি নির্মিত প্রকান্ড জাতীয় পতাকা প্রদর্শিত হবে

Posted On: 14 JAN 2022 4:59PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৪ জানুয়ারি, ২০২২

 

বিশ্বের সর্ব বৃহৎ খাদি নির্মিত জাতীয় পতাকা আগামীকাল সেনা দিবস উপলক্ষে ভারত - পাক সীমান্তের জয়শলমীরে জনসমক্ষে প্রদর্শিত হবে। প্রকান্ড এই জাতীয় পতাকাটি যেখানে প্রদর্শিত হবে সেই লঙ্গেওয়ালা স্থানটি ১৯৭১-এ ভারত - পাকিস্তান যুদ্ধের ঐতিহাসিক সাক্ষ্য বহন করছে। খাদি নির্মিত এই প্রকান্ড জাতীয় পতাকাটি পঞ্চমবার জনসমক্ষে প্রদর্শিত হতে চলেছে। উল্লেখ করা যেতে পারে, গতবছর দোসরা অক্টোবর লেহ-তে প্রথমবার এই জাতীয় পতাকা জনসমক্ষে প্রকাশ করা হয়। এরপর, গত ৮ অক্টোবর বায়ুসেনা দিবসে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে প্রদর্শিত হয়। পরে, গত ২১ অক্টোবর দিল্লির লালকেল্লায় এই জাতীয় পতাকা জনসমক্ষে আরও একবার প্রদর্শিত হয়। এই দিনেই ভারতে কোভিড টিকাকরণের ১০০ কোটি ডোজ সম্পূর্ণ হয়েছিল। নৌসেনা দিবসে গত চৌঠা ডিসেম্বর মুম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে নৌসেনার ডকে প্রকান্ড এই জাতীয় পতাকাটি প্রদর্শের ব্যবস্থা করা হয়েছিল।

ভারতীয়ত্বের সমবেত মানসিকতার প্রতীক এবং খাদি শিল্পের চিরাচরিত নৈপুণ্যের নিদর্শন হিসেবে প্রকান্ড এই জাতীয় পতাকা তৈরি করেছে খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (কেভিআইসি)। স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে আজাদি কা অমৃত মহৎসবের অঙ্গ হিসেবে এই পতাকাটি তৈরি করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেগুলির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, সেখানে প্রদর্শনের জন্য এই পতাকাটি প্রতিরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

প্রকান্ড এই জাতীয় পতাকাটি দৈর্ঘ্যে ২২৫ ফুট এবং প্রস্থে ১৫০ ফুট। এর ওজন প্রায় ১ হাজার ৪০০ কিলোগ্রাম। ৭০জন খাদি শিল্পী ৪৯ দিনের কায়িক শ্রমে প্রকান্ড এই পতাকাটি তৈরি করেছে। পতাকাটি তৈরিতে প্রায় ৩ হাজার ৫০০ ঘন্টা সময় লেগেছে। পতাকার মাঝখানে যে অশোক চক্র রয়েছে, তার পরিমাপ ৩০ ফুট।


CG/BD/AS/


(Release ID: 1790153) Visitor Counter : 143