বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

বাষ্পের কারণে বয়লারে বিস্ফোরণের পূর্বাভাষ ও তা নিয়ন্ত্রণ করতে স্বর্ণ জয়ন্তী ফেলো একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন

Posted On: 03 JAN 2022 2:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ জানুয়ারি, ২০২২
 
বয়লারের মধ্যে বাষ্পের কারণে বিস্ফোরণ মাঝে মধ্যেই ঘটে থাকে। সারা বিশ্ব জুড়ে বিগত ১০ বছরে এ ধরনের ২৩ হাজার দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৩৪ শতাংশই ভারতীয়। এই ধরনের দুর্ঘটনা যাতে আর না হয়, তার জন্য কৃত্রিম মেধা ও মেশিন লার্নিং-এর সাহায্য নেওয়া হচ্ছে। পাটনা আইআইটি-র মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসার শ্রী ঋষি রাজ এই প্রযুক্তির উদ্ভাবন করতে উদ্যোগী হয়েছেন। শ্রী রাজ এ বছরের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বর্ণজয়ন্তী ফেলোশিপ প্রাপক।
 
অধ্যাপক রাজ অনলাইনের মাধ্যমে একটি নজরদারি ব্যবস্থা ও বয়লারের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই প্রযুক্তি ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে। এখন স্বর্ণজয়ন্তী ফেলোশিপের সাহায্যে তিনি এই প্রকল্পের বাকি কাজ শেষ করতে চান। 
 
CG/CB/SB


(Release ID: 1787305) Visitor Counter : 111


Read this release in: English , Urdu , Hindi , Tamil