তথ্যওসম্প্রচারমন্ত্রক

নিউজ অন এআইআর রেডিও লাইভ-স্ট্রিমের বিশ্ব ক্রমতালিকা


জাপান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড প্রথম ১০-এ

Posted On: 03 JAN 2022 1:02PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৩ জানুয়ারি, ২০২২

 

আকাশবাণীর নিউজ অন এআইআর অ্যাপে লাইভ-স্ট্রিম অনুষ্ঠান ভারত বাদে বিশ্বের যে দেশগুলিতে অত্যন্ত জনপ্রিয়, তারমধ্যে প্রথম দশে থাকা দেশগুলির ক্রমতালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে ফিজি প্রথম স্থান দখল করেছে। এই তালিকায় গ্রেট ব্রিটেন কয়েক ধাপ নেমে সপ্তম এবং সংযুক্ত আরব আমিরশাহি দশম স্থানে রয়েছে। চারটি দেশ - নিউজিল্যান্ড, জাপান, আয়ারল্যান্ড এবং পাপুয়া নিউগিনি প্রথম ১০-এ এবার জায়গা করে নিয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুর, সৌদি আরব, পাকিস্তান ও কুয়েত আর প্রথম ১০-এ নেই। 

সারা বিশ্বে আকাশবাণীর সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের দিক থেকে আকাশবাণী পাঞ্জাবী, আকাশবাণী তেলুগু, আকাশবাণী চেন্নাই রেনবো এবং অস্মিতা মুম্বাই প্রথম ১০-এ আবার ফিরে এসেছে। এর ফলে, জনপ্রিয় অনুষ্ঠান সম্প্রচারের দিক থেকে আকাশবাণী ব্যাঙ্গালোর, আকাশবাণী রাগম এবং বিবিধ ভারতী দিল্লি প্রথম ১০-এর তালিকা থেকে ছিটকে গেছে। 

নিউজ অন এআইআর অ্যাপে রেডিও লাইভ স্ট্রিমিঙের দিক থেকে ভারত বাদে তালিকায় ওপরের দিকে থাকা দেশগুলিতে আকাশবাণীর পাঞ্জাবী অনুষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেড ব্রিটেন, কানাডা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড ও জার্মানিতে সব থেকে বেশি জনপ্রিয়। 

প্রসার ভারতীর অফিসিয়াল অ্যাপ নিউজ অন এআইআর-এ আকাশবাণীর ২৪০টিরও বেশি রেডিও অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এই সব অনুষ্ঠানের ভারত বাদেও বিশ্বের ৮৫টি দেশের শ্রোতা রয়েছে। নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণীর রেডিও স্ট্রিম অনুষ্ঠান সম্পর্কিত ক্রমতালিকা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। বিশ্বের যে সমস্ত দেশে আকাশবাণীর নিউজ অন এআইআর অ্যাপের অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় তারমধ্যে প্রথম স্থানে রয়েছে ফিজি, দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। এছাড়াও কানাডা, জাপান, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, পকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়েত, ফ্রান্স, সৌদি আরব ও ফিনল্যান্ডেও অত্যন্ত জনপ্রিয়। 

 

CG/BD/AS/



(Release ID: 1787114) Visitor Counter : 126