স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে এ পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণে ১৪১ কোটি ৩৭ লক্ষেরও বেশি ডোজ দেওয়া হয়েছে


গত ২৪ ঘণ্টায় ৩২ লক্ষের বেশী মানুষ টিকা নিয়েছেন

কোভিড মুক্ত হওয়ার হার বর্তমানে ৯৮.৪ শতাংশ; ২০২০-র মার্চের পর এই হার সর্বোচ্চ

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন

ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ৭৬ হাজার ৭৬৬

সাপ্তাহিক সংক্রমিতের হার ০.৬২ শতাংশ, যা গত ৪২ দিন ধরে ১ শতাংশের নীচে রয়েছে

Posted On: 26 DEC 2021 10:04AM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৬শে ডিসেম্বর, ২০২১

 

দেশে এ পর্যন্ত ১,৪১,৩৭,৭২,৪২৫ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে  ৩২,৯০,৭৬৬ জনকে।

স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১,০৩,৮৬,৮৮৯ জন টিকার প্রথম ডোজ এবং ৯৬,৭৮,৭১১ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩, ৮৪,৮০৫ জন প্রথম ডোজ এবং ১,৬৮,৩২,১৪৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪৯,৩১,৮১,৩২৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩১,৩৭,৫৪,৫৭৪ জন।  ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন  ১৯,৩০,৩৭,৯২০ জন। আর  দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৪,৫৪,৯৭,৪১১ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,০৫,৫৮,২৩৩ জন প্রথম ডোজ এবং ৯,২৪,৬০,৪০৮  জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।         

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯১ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার ৩৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৪ শতাংশ।   ২০২০-র মার্চের পর এই হার সর্বোচ্চ।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬হাজার ৯৮৭ জন। গত ৫৯ দিন ধরে নতুন করে সংক্রমিত হচ্ছেন ১৫ হাজারেরও কম। কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মিলিত প্রয়াসের সুফল পাওয়া যাচ্ছে। দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। বর্তমানে ৭৬ হাজার ৭৬৬ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.২২ শতাংশ চিকিৎসাধীন।   ২০২০-র মার্চের পর এই হার সর্বনিম্ন।   

দেশ জুড়ে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৯ লক্ষ ৪৫ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৬৭ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।   

একদিকে যখন নমুনা পরীক্ষা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার নিম্নমুখী। বর্তমানে এই হার ০.৬২ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ০.৭৪ শতাংশ। গত ৮৩ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ২ শতাংশের কম আর ১১৮ দিন ধরে ৩ শতাংশের কম।          

 

CG/CB/NS



(Release ID: 1785386) Visitor Counter : 123